14 February 2024
ডাবের জলের গুণে
কোমর ছাড়াবে চুল
credit: istock
TV9 Bangla
ডাবের জল খেলে শরীর হাইড্রেট থাকে, দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। ডাবের জলের উপকারিতা এখানেই শেষ নয়।
ডাবের জল মুখে মাখলে দাগছোপের হাত থেকে রেহাই পাওয়া যায়। ত্বক হাইড্রেটও থাকে। আর চুলে ডাবের জল স্প্রে করলে কী হয়, জানেন?
চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে ডাবের জল। এই প্রাকৃতিক উপাদানে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুল ও স্ক্যাল্পে আর্দ্রতা জোগায়।
ডাবের জলে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। মাথায় ডাবের জল ঢাললে খুশকি ও স্ক্যাল্পের চুলকানি থেকে মুক্তি মেলে।
ডাবের জলে থাকা খনিজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়। তার সঙ্গে চুলের ফ্রিজিনেস দূর করে, চুল পড়া কমায় এবং ঘন ও লম্বা চুল এনে দেয়।
চুলে ডাবের জলের এত রকম উপকারিতা তখনই পাবেন, যখন সঠিক উপায়ে এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করবেন। কীভাবে? দেখে নিন।
১ কাপ জলের সঙ্গে ১/৪ কাপ ডাবের জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তৈরি ডাবের জলে হেয়ার স্প্রে। এটি স্ক্যাল্প ও চুলে স্প্রে করুন।
যদি ঝক্কি পোহাতে না চান, তাহলে শ্যাম্পু বা কন্ডিশনারের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করুন। এতেই মনের মতো চুল পাবেন।
আরও পড়ুন