17 May, 2024
রান্নাঘরের একগুচ্ছ কাজ সহজ করে কফি
credit: istock
TV9 Bangla
সকালের ঘুম ভাঙাতে এক কাপ ব্ল্যাক কফিই যথেষ্ট। আবার সারাদিনের ক্লান্তি কাটিয়ে দিতে পারে এক কাপ ক্যাপুচিনো।
কফি শরীরে এনার্জি জোগাতে সাহায্য করে। কফির গন্ধে মন ফুরফুরে হয়ে যায়। তবে, কফি পানীয় ছাড়াও বাড়ির নানা কাজে আসে।
কফি স্ক্রাব হিসেবেও ব্যবহার করেন অনেকে। এতে ত্বকে মরা চামড়া, ট্যান পরিষ্কার হয়ে যায়। এবং আপনি পেয়ে যান কোমল ত্বক।
এক কাপ কফি খেলে যেমন মাথাব্যথা কমে, কফির গন্ধে সতেজতা আসে, তেমনই কফি ঘরের দুর্গন্ধ দূর করতে দিতে পারে। কীভাবে জানেন?
ঘরের কোনও এক কোণে একটি বাটিতে কফি দানা বা গুঁড়ো কফি রেখে দিন। এতে ঘর সুগন্ধে ভরে যাবে। এই কাজটা রান্নাঘরেও করতে পারেন।
রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রব থাকলে সেটাও দূর হয়ে যাবে কফির গন্ধে। চাল-ডালের কৌটোতেও কফি টিস্যুতে মুড়ে রাখতে পারেন।
ফ্রিজ, আলমারির দুর্গন্ধ দূর করতেও ব্যবহার করতে পারেন কফি। একটি টিস্যু পেপারে কফি মুড়ে যে কোনও জায়গা রেখে দিলেই কাজ শেষ।
ছাদবাগানের পরিচর্যা করার সময় জৈব সারে কফির গুঁড়ো মিশিয়ে দিন। এতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় আর গাছ খুব ভাল হয়।
আরও পড়ুন