22 February 2024
এসেনশিয়াল অয়েল দিয়ে রুখে দিন বলিরেখা
credit: istock
TV9 Bangla
ত্বকের অযত্ন, অনিদ্রা, মানসিক চাপ, ধূমপান, সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনোর মতো অভ্যাস ত্বকে অকাল বার্ধক্য ডেকে আনে পারে।
বলিরেখা, দাগছোপ ঢাকতে অনেকেই অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করেন। অনেক সময় এসেনশিয়াল অয়েল অনেক বেশি ফল এনে দেয়।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন নামের প্রোটিনের উৎপাদন ধীর হয়ে যায়। তখনই ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো প্রকাশ পায়।
বলিরেখা, সূক্ষ্মরেখা, কালচে দাগছোপ দূর করতে এসেনশিয়াল অয়েল দারুণ উপকারী। এটি ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
নিয়মিত এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এতে বার্ধক্যের লক্ষণগুলো সহজে প্রকাশ পায় না।
এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে ব্যবহার করা যায় না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন এসেনশিয়াল অয়েল।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্যারিয়ার অয়েলের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে মাখুন। এরপর হালকা হাতে ম্যাসাজ করুন।
একদম শেষে ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হবে। পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে, বলিরেখাও দূর হবে।
আরও পড়ুন