20  March, 2024

৭ দিনেই বন্ধ হবে চুল পড়া, রইল উপায়

credit: Pinterest

TV9 Bangla

গরম পড়তেই বেড়েছে চুল পড়ার সমস্যা। উঠছে মুঠো-মুঠো চুল। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?

তার জন্য ব্যবহার করতে পারেন মেথি। আদিযুগ থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে মেথিয জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে।

মেথি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকাতে মেথি খুব ভাল কাজ করে।

খুশকি এবং চুল অকালে পেকে যাওয়াও রোধ করে। এর মধ্যে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুল উজ্জ্বল এবং লম্বা করতে সাহায্য করে।

 চুলে মাত্র সাত দিন মেথি ব্যবহার করলেই চোখে পড়বে পার্থক্য! তবে আপনাকে জানতে হবে মেথির সঠিক ব্যবহার। কারণ সঠিক উপায়ে ব্যবহার না করলে কোনও উপকারই পাওয়া যাবে না।

পরিমাণমতো মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। রের দিন ভেজানো মেথি বীজ একেবারে মিহি করে বেটে নিন।

স্ক্যাল্প  এবং চুলে মেথির এই পেস্টটি ভালো ভাবে লাগিয়ে নিন। আধ ঘণ্টা চুলে রাখুন মেথির পেস্ট। তারপর শ্যাম্পু করুন।

শুকনো খোলায় নেড়েচেড়ে মেথি বীজ ভেজে নিন। সোনালী রঙ ধরা পর্যন্ত ভাজুন। তারপর ভাজা মেথি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন।

নারকেল তেলের সঙ্গে এই মেথি গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে ভালো ভাবে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।