18 February 2024

দুধের সর দিয়ে তুলুন মুখের ট্যান

credit: istock

TV9 Bangla

ত্বক থেকে ট্যান তুলতে অনেকেই ডি-ট্যান প্যাক ব্যবহার করেন। কেউ বাজার থেকে কিনে আনেন, আবার কেউ বাড়িতে উবটান বানিয়ে নেন।

বাজারচলতি ডি-ট্যান প্যাক বা হোমমেড উবটান ছাড়াও ত্বক থেকে ট্যান তোলা যায়। শুধু দুধের সর ব্যবহার করলেই পাবেন মনের মতো ত্বক।

দুধের সর বা মালাইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বকে প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এতে মরা চামড়া দূর হয়ে যায়।

মালাই দিয়ে ডি-ট্যান প্যাক বানিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হবে। পাশাপাশি জেল্লা বাড়বে এবং ত্বক নরম ও কোমল হয়ে উঠবে।

দুধের সর বা মালাই হল এমন একটি উপাদান, যা ত্বক থেকে ট্যান তুলে দেয়। পাশাপাশি ব্রণ, দাগছোপের সমস্যা দূর করে দিতে পারে।

একটি বাটিতে ২ চামচ তাজা দুধের সর এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। দাগছোপ দূর করতে এতে ১ চামচ লেবুর রসও মেশাতে পারেন।

প্রথম ক্লিনজার দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। এবার এই মসৃণ ফেসপ্যাক ভাল করে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

এই ফেসপ্যাক ত্বককে হাইড্রেট করবে, এক্সফোলিয়েট করবে এবং পুষ্টি জোগাবে। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিলেই কাজ শেষ।