11 February 2024
আলুর খোসার জাদুতে মুখের জেল্লা বাড়ান
credit: istock
TV9 Bangla
এই বছর একই দিনে পড়েছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তাই প্রিয়জনের সঙ্গেই গোটা দিনটা সেলিব্রেট করার প্ল্যান বানিয়েছেন।
শাড়ি সঙ্গে মানানসই গহনা পড়বেন। মেকআপও করবেন। কিন্তু ত্বকে যদি কোনও জেল্লা না থাকে, তাহলে পুরো লুকই নষ্ট হয়ে যাবে।
এখন পার্লারে গিয়ে নতুন প্রসাধনী ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রাকৃতিক উপায়ে ত্বকের হাল ফেরান।
হাতে যেহেতু এখনও দু'দিন রয়েছে, এখন থেকেই আলুর খোসা ঘষুন। আলুর খোসা ত্বকে এনে দিতে পারে প্রাকৃতিক জেল্লা।
ব্রণ, চোখের কালি থেকে শুরু করে মুখের যাবতীয় দাগছোপ দূর করে দিতে পারে আলুর খোসা। কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন।
আপনি মুখের উপর সরাসরি আলুর খোসা ঘষতে পারেন। এতে ট্যান ও দাগছোপ দূর হয়ে যাবে। এছাড়া বানাতে পারেন আলুর ফেসপ্যাক।
আলুর খোসা পাতলা করে কেটে নিন। এটি বেটেও নিতে পারেন। এবার এতে মধু মিশিয়ে মুখে মাখুন। মিনিট কুড়ি রেখে মুখ ধুয়ে ফেলুন।
ডার্ক সার্কেল দূর করতে আলুর খোসা পাতলা করে কেটে চোখের উপর রেখে দিন। নিয়মিত এই টোটকা মানলে পাবেন নিখুঁত ত্বক।
আরও পড়ুন