10 July 202
4
আচার-চাটনি না বানিয়ে কাঁচা আম মুখে মাখুন
credit: istock
TV9 Bangla
এখন সারাবছর বাজারে কাঁচা আম পাওয়া যায়। তাই আমের চাটনি, আচারও বছরভর খাওয়া যায়। এবার কাঁচা আম না খেয়ে ত্বকে মাখুন।
কাঁচা আম ত্বকের জন্য দারুণ উপকারী। এই ফলের মধ্যে ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের নানা সমস্যা দূর করে।
কাঁচা আম খেলেও যেমন ভাল থাকবে। তেমনই মুখে মেখেও ব্রণ, বলিরেখা, ডার্ক সার্কেলের সমস্যাকে আপনি দূরে রাখতে পারবেন।
কয়েক টুকরো কাঁচা আম নিয়ে মিক্সিতে বেটে নিন। এতে ওটসের গুঁড়ো ও কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন।
কাঁচা আমের পেস্টের সঙ্গে টক দই মিশিয়েও মুখে মাখতে পারেন। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল ও ব্রণ পরিষ্কার করে দেবে।
ডিমের সাদা অংশের সঙ্গে কাঁচা আমের পেস্ট বানিয়ে মুখে মাখতে পারেন। এতে বলিরেখা, সূক্ষ্মরেখার মতো অকাল বার্ধক্য দূর করতে পারবেন।
কাঁচা আমের পেস্টের সঙ্গে অল্প মধু মিশিয়ে মুখে মাখুন। শুষ্ক ত্বকের সমস্যায় কাঁচা আমের এই ফেসপ্যাক দুর্দান্ত ফল এনে দেয়।
খোসা সমেত কাঁচা আম পাতলা করে কেটে নিন। এবার আমের স্লাইট গোলাপ জলের মধ্যে ডুবিয়ে চোখের নীচে রাখুন। ডার্ক সার্কেল দূর পালাবে।
আরও পড়ুন