20 July, 2025

টানা ৭ দিন মুখে কাঁচা হলুদ বাটা মাখলে কী হয়?

Credit - Pinterest 

TV9 Bangla

মা-ঠাকুমারা প্রায়শই বলেন, কাঁচা হলুদ মুখে মাখলে ত্বকের বহু সমস্যা সেরে যায়। রূপের জেল্লা ছড়িয়ে পড়ে।

হলুদের বিরাট গুণ। সকলের মুখে এটা শোনা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুঁড়ো হলুদের জায়গায় কাঁচা হলুদ ত্বকের জন্য বেশি উপকারী।

বিয়ের দিন সকালবেলায় গায়ে কাঁচা হলুদ বাটা মাখার রীতি অনেক পুরনো। আর এই গায়ে হলুদের রীতির সঙ্গে ত্বকের উপকারিতাও লুকিয়ে রয়েছে।

হলুদ ত্বকের জেল্লা বাড়াতে পারে। পাশাপাশি র‍্যাশ ও ব্রণের সমস্যা দূর করতেও বেশ উপকারী হলুদ। হাজারো ত্বকের সমস্যায় মহৌষধ হলুদ।

এবার প্রশ্ন হল কেমন করে কাঁচা হলুদ মুখে মাখবেন? শুষ্ক ত্বকের সমস্যা থাকলে ওটমিলের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে মাখতে হবে। যা মৃত কোষের স্তর পরিষ্কার করে। ত্বকের জেল্লা বাড়ায়।

কাঁচা হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখলে তৈলাক্ত ত্বক, ব্রণর সমস্যা কমে। যার যতই তৈলাক্ত ত্বক হোক না কেন, হলুদ লাগালে সেই তেলতেলে ভাব কমে যায়।

ত্বক মসৃণ এবং কোমল করার জন্য কাঁচা হলুদের সঙ্গে মধু আর কাঁচা দুধ মিশিয়ে মুখে মাখতে হবে। তাতে ত্বকে র‍্যাশের সমস্যা কমে যাবে। জানেন টানা ৭দিন এটি মাখলে কী হয়?

টানা ৭দিন কেউ যদি কাঁচা হলুদ মুখে মাখেন তা হলে একদিকে ত্বকের জেল্লা বাড়বে, পাশাপাশি ট্যান তুলতে সাহায্য করবে। ব্রণর সমস্যা কমাতেও পারবে কাঁচা হলুদ।