জামা কাপড়ের জেদী দাগ তোলার উপায়

16 August 2023

অনেক সময় খেতে গিয়ে জামায় খাবার পড়ে দাগ হয়ে যায়। সেই দাগ কিছুতেই উঠতে চায় না

জামাকাপড়ের জেদী দাগ তোলার অনেক ঘরোয়া উপায় রয়েছে। কী সেগুলি? জানুন...

পোশাকের যে স্থানে দাগ হয়েছে সেখানে ট্যালকম পাউডার লাগিয়ে নিন

দাগের নিচে ব্লটিং পেপার রাখুন। আর উপরে পাউডার নিয়ে ঘষে নিন। দাগ দূর হবে

জামা কাপড়ের দাগ তুলতে ব্যবহার করতে পারেন ভিনিগার ও মুলতানির মিশ্রণও

যেখানে দাগ রয়েছে সেখানে মুলতানি মাটি ও ভিনিগার মিশিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে তুলে নিন

অনেক সময় খেতে গিয়ে জামায় খাবার পড়ে দাগ হয়ে যায়। সেই দাগ কিছুতেই উঠতে চায় না

এছাড়া ব্যবহার করতে পারেন অ্যামোনিয়া সলিউশন। এক ফোঁটা অ্যামোনিয়া সলিউশন নিয়ে জামায় লাগিয়ে নিন রাজ হবে

চকোলেটের দাগ তুলতে সবচেয়ে কার্যকরী উপায় হল এটি। ব্যবহার করে দেখতে পারেন

অনেক সময় খেতে গিয়ে জামায় খাবার পড়ে দাগ হয়ে যায়। সেই দাগ কিছুতেই উঠতে চায় না