27 January 2024

রুম হিটার ছাড়াই ঘর গরম করবেন যে ভাবে

credit: Pinterest

TV9 Bangla

এক কথায় জাঁকিয়ে পড়েছে শীত। ক্রমশ নিম্নমুখী তাপমাত্রায় পারদ। কনকনে ঠান্ডা থেকে বাঁচকে বাঙালির সঙ্গী এখন লেপ-কম্বল।

কিন্তু ঘরের ভিতর যদি ঠান্ডা হয় তাহেল লেপে কি ঠান্ডা হার মানবে? আর সবার পক্ষে ঘরে রুম হিটার ব্যবহার করা সম্ভব হয় না। তাহলে উপায় কী?

উপায় অবশ্যই রয়েছে। যা মানলে রুম হিটার ছাড়াই ঘর গরম করতে পারবেন। জেনে নিন তার জন্য কী করতে হবে শুধু।

শীতের দিনে যতটা পারবেন দরজা, জানালা বন্ধ রাখার চেষ্টা করুন। এতে ঘরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না। ফলে ঘর থাকবে গরম।

তবে সারাক্ষণ দরজা, জানালা বন্ধ করে রাখলেও চলবে না। দুপুরে যখন কড়া রোদ বাইরে। তখন দরজা-জানালা খুলে রাখার চেষ্টা করুন। তাহলে ঘরে রোদ প্রবেশ করবে।

এ ছাড়া শীতের দিনে ঘরে মোটা পর্দা ব্যবহার করার চেষ্টা করুন। পর্দা মোটা হলে বাইরের ঠান্ডা খুব একটা ঘরে প্রবেশ করতে পারবে না। ফলে ঘর ঠান্ডা হওয়ার ঝুঁকি থাকবে না।

শীতের দিনে ঘরে অবশ্যই মোটা কার্পেট ব্যবহার করুন। তাতে পায়ে ঠান্ডা লাগার কোনও ঝুঁকি থাকবে না। এই সময় পারলে পুরো বাড়িতে কার্পেট বিছিয়ে রাখুন। তাতে কাজ হবে।

এ ছাড়া শীতকালে সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখতে পারেন। তাতে ঘর গরম থাকবে। যেহেতু জানালা-দরজা বন্ধ থাকে তাই এইসময় ঘরে আলো জ্বালানোর প্রয়োজন হয়ে থাকে। আর এতে ঘরও গরম থাকে।