জলের বোতল পরিষ্কার করুন এভাবে
27 August 2023
জল খাওয়া শরীরের জন্য উপকারি। আর এই জল খেতে নিয়মিত ব্যবহার হয় জলের বোতল
রোজ ব্যবহারের ফলে খুব স্বাভাবিকভাবেই তা নোংরা হয়। এবং তা পরিষ্কার করতে রীতিমত হিমশিম খান অনেকেই
তবে চিন্তার কোনও কারণ নেই। কিছু ঘরোয়া উপায় জানলেই এই কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। কী সেগুলি ? জানুন...
জলের বোতলের মধ্যে গরম জল দিন। তাতে কয়েক টুকরো লেবু কেটে দিয়ে গিন। বোতল ভাল করে ঝাঁকিয়ে নিলেই কাজ শেষ
এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। এতে ভীষণ ভাল পরিষ্কার হয় বোতল। একইভাবে বোতলে জল দিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে ধুয়ে নিন
আরও ব্যবহার করতে পারেন ভিনিগার। জলের বোতলে ভিনিগার নিন। এবার তা দিয়ে ভাল করে বোতলটা ধুয়ে নিন। দেখবেন চকচক করছে
বোতলের মধ্যে গরম জল দিন। তাতে একটু নুন মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন দেখবেন পরিষ্কারও হবে আর কোনও গন্ধও থাকবে না
এছাড়া তরল সাবান দিয়েও পরিষ্কার করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে গন্ধ না থেকে যায়। তাই ভাল করে ধোবেন
চাইলে সপ্তাহে একবার বোতল ফুটিয়েও নিতে পারেন। এতে তা জীবাণুমুক্ত হবে। তবে প্লাস্টিকের বোতল হলে এটা করতে যাবেন না
আরও পড়ুন