15 February 2024
স্ট্রেটনারে চুলের বারোটা বেজেছে? যা করবেন...
credit: istock
TV9 Bangla
বিয়ে বাড়িতে যাওয়ার আগে চুল স্ট্রেট করেছিলেন। একদিন হিট প্রয়োগ করার পরই দেখলেন চুলের বারোটা বেজে গিয়েছে। কী করবেন?
নিয়মিত চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লিং আয়রন ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। চুলের জেল্লা হারায়।
চুলের উপর ঘন ঘন তাপ প্রয়োগ করলে চুল নষ্ট হবেই। এতে চুলের ফ্রিজিনেস বাড়ে। এই অবস্থায় কীভাবে চুলের যত্ন নেবেন, দেখে নিন।
ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে তেল ও শ্যাম্পুই যথেষ্ট নয়। প্রতি মাসে হেয়ার স্পা করালে এসব চুলের সমস্যা দূর করা সম্ভব।
হেয়ার স্পা চুলকে ডিপ কন্ডিশনিং করে এবং অতিরিক্ত আর্দ্রতা প্রদান করে। কিন্তু প্রতি মাসে হেয়ার স্পা করানো সম্ভব হয় না।
বাড়িতে বানানো হেয়ার মাস্ক দিয়ে চুলের যত্ন নিন। এটি চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করবে।
১ ডিম ও ১/৪ কাপ দই মিশিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
৪ চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন নরম ও মসৃণ চুল।
আরও পড়ুন