19 March 2024
বরফেই লুকিয়ে রয়েছে সৌন্দর্যের ৮ রহস্য
credit: istock
TV9 Bangla
ব্রণ, ব়্যাশমুক্ত কোমল ত্বক পেতে অনেকেই অনেক ক্রিম, সিরাম মুখে লাগান। কিন্তু, একেবারে ঘরোয়া উপাদানেই রয়েছে ত্বক সুন্দর রাখার রহস্য।
প্রতিদিন মুখে আইস কিউব (বরফের টুকরো) ঘষুন। বরফের অন্যতম বৈশিষ্ট্য, এটি প্রদাহবিরোধী, যা ব্রণ, ব়্যাশ কমাতে সাহায্য করে।
আইস কিউব মুখে ঘষলে ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়, যা ত্বকে অক্সিজেনের মাত্রা বাড়ায়। ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে।
ত্বকে রক্ত সঞ্চালন ভাল হলে অক্সিজেনের সঙ্গে পুষ্টি, ভিটামিনও ত্বকে সরবরাহ হয়। ফলে অকাল বার্ধক্য রোধ করতে কার্যকরী বরফ।
সান ট্যান কাটাতে বরফ খুব কার্যকরী। রুমালে আইস কিউব জড়িয়ে অথবা সরাসরি আইস কিউব মুখে ঘষলে ট্যান অনেকটাই কমে।
চোখের নীচে ডার্ক সার্কেল কাটাতেও কার্যকরী বরফ। নিয়মিত মুখে, চোখের নীচে আইস কিউব ঘষলে ডার্ক সার্কেল কমে।
অনেক সময় চোখের নীচের অংশ ফুলে যায়। ফোলাভাব কমাতে বরফ ঘষুন। চটজলদি উপকার পাবেন।
দাগ দূর করতে ও ত্বক ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করে বরফ। নিয়মিত আইস থেরাপি করলে ত্বক হয়ে উঠবে দাগমুক্ত ও কোমল।
আরও পড়ুন