5th July, 2025

পুরুষদের চরিত্র কেমন হলে মহিলারা প্রেমে হাবুডুবু খান?

TV9 Bangla 

Credit - Getty Images 

কোনও পুরুষ ঠিক কখন আকর্ষণীয় হন? কোনও পুরুষকে কখন কোনও নারী চান তাঁর জীবনসঙ্গী হিসেবে দেখতে? পুরোটাই নির্ভর করে সেই পুরুষের ব্যক্তিত্বের উপর।

চলুন জেনে নেওয়া যাক হাজারো ভিড়ের মাঝে কেমন পুরুষ কোনও নারীর নজর কাড়েন। ফের ঘুরে ফিরে বলতে হয়, নারীরা আসলে প্রেমে পড়েন পুরুষের ব্যক্তিত্বে।

মহিলাদের পছন্দ সেই পুরুষদের, যাঁদের এমন ব্যক্তিত্ব রয়েছে যে - যাঁরা খুব ভালো বুঝতে পারেন ও অনুভূতিশীল হন, শুধু সুখের সময়ে নয়, দুঃখের সময়েও পাশে থাকেন।

সৎ ও শ্রদ্ধাশীল পুরুষদের পছন্দ করেন নারীরা। যাঁরা নিজের সঙ্গীকে সম্মান করতে জানেন, সঙ্গীর প্রতি সৎ থাকেন, প্রিয়জনকে আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করেন, তেমন পুরুষ পছন্দ করেন নারীরা।

পরিবার, কেরিয়ার, দায়িত্বশীল সম্পর্ক এই সব কিছুর ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিত্বের পুরুষদের প্রেমে পড়েন যে কোনও মহিলারা।

বরাবরই মহিলারা অনুভূতিকে গুরুত্ব দেন। যদি কোনও মহিলাকে কোনও পুরুষ স্পেশাল অনুভব করান, সেই মহিলার কাছে তার চেয়ে তৃপ্তির কিছু নেই। এই গুণ যে পুরুষের থাকে, তাঁর উপর বেশি আকৃষ্ট হন নারীরা।

সততা রয়েছে ও ভরসা দিতে পারে এমন পুরুষদের প্রেমে পড়েন যে কোনও নারী। যাঁরা কথায় ও কাজে এক, সেই ধরনের ব্যক্তিত্ব থাকা পুরুষরা আকৃষ্ট করেন মহিলাদের।

ভালো বক্তা পুরুষ বরাবরই আকর্ষণীয়। কিন্তু যে পুরুষ বলার পাশাপাশি মন দিয়ে শোনেন এবং সেই মতো জবাব দেন, তাঁরা যে কোনও মহিলার মন জিততে পারেন।