15th June, 2025

ঘর থেকে বেরোনর সময় এই লক্ষণ দেখেছেন? হাতে টাকা আসা কেউ আটকাতে পারবে না

TV9 Bangla

Credit -  Freepik, PTI

প্রবাদ রয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এই প্রবাদ সকলের জন্য যেন সমান নয়। কেউ কেউ দিনরাত রক্ত জল করে টাকা রোজগার করেন। তারপরেও সংসার চলে না ঠিকমতো।

জ্যোতিষশাস্ত্র বলছে, ঘর থেকে বাইরে বেরোনর সময় বেশ কিছু জিনিস যদি কারও চোখে পড়ে, তা হলে বুঝতে হবে যে সেই ব্যক্তির জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে।

কোন ইঙ্গিত দেখে বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে? পিঁপড়ের সারি -  যদি ঘরে এক লাইন দিয়ে কালো পিঁপড়ের সারি দেখতে পান, তা হলে সেটি শুভ বলে মনে করা হয়। এর অর্থ শীঘ্রই আর্থিক সুরাহা হবে।

পাখির বাসা - বাড়িতে যদি পাখির বাসা থাকে, তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাড়িতে পাখির বাসা সম্পদের আগমনের অন্যতম লক্ষণ। বাড়ি থেকে বেরোনর সময় তা দেখলে পাওনা টাকাও হাতে আসতে পারে।

গরুর হাম্বা ডাক - জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়ি থেকে বেরোনর সময় গরুর মূর্তি বা গরুকে দেখা শুভ লক্ষণ। বাড়ির বাইরে বেরোনর সময় যদি গরু মাথা ঝাঁকিয়ে হাম্বা ডাকে, বুঝতে হবে দেবী লক্ষ্মী বাড়িতে আসছেন।

যদি ঘর থেকে বেরোনর সময় গরুর হাম্বা ডাক শুনতে পান, তা হলে গরুকে গুড় এবং রুটি খাওয়াতে পারেন। তা হলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয়।

সতেজ তুলসী গাছ - বাড়ির তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি খুব সবুজ দেখায়, তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।