ল্যাপটপ থেকে মোবাইলে চার্জ দেন? ফোনের যা হাল হচ্ছে শুনলে চমকে যাবেন!
TV9 Bangla
Credit - Pinterest , Freepik
ফোনের যত্ন অনেকটাই নির্ভর করে তাতে কীভাবে চার্জ দিচ্ছেন তার উপর। আজকালকার কর্মব্যস্ত জীবনে মোবাইল ফোন ছাড়া কারও এক পা-ও চলে না।
অনেকে সব সময় মোবাইলের চার্জার সঙ্গে নিয়ে বোরেন না। এমন সময় যদি সঙ্গে থাকে কাজের জন্য ল্যাপটপ, তা থেকেই অনেকে ফোনে চার্জ দেন।
আচমকা মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যে কেউ বিপাকে পড়েন। তখন আর অত মাথায় থাকে না যে, আসল চার্জার দিয়ে মোবাইলে চার্জ দেওয়া হচ্ছে কি না।
যারা অ্যাডাপ্টার নিয়ে যাতায়াত করেন না, তারা মাঝে মাঝে ল্যাপটপ থেকে ফোন চার্জ করেন। এ কাজ নিয়মিত করা ঠিক নয়। তা হলে ফোনের ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আসলে বেশিরভাগ ল্যাপটপে ইউএসবি পোর্ট থাকে। যেখান থেকে চার্জ করা যায়। ল্যাপটপের ইউএসবি পোর্টের ফোন চার্জ করার ক্ষমতা রয়েছে।
যদি আসল চার্জার ছাড়া নিয়মিত ফোন চার্জ দেওয়া হয়, তা হলে মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যা দেখা যায়।
ল্যাপটপ থেকে মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারির উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে।
যদি নিজের মোবাইল ফোন ভালো অবস্থায় রাখতে চান, তা হলে সঠিক চার্জারে চার্জ করা উচিত।