কোনওভাবেই সন্ধেতে নয় এই ৫ কাজ, সর্বহারা হতে পারেন! বলছে জ্যোতিষশাস্ত্র
TV9 Bangla
Credit - Getty Images, Freepik
জ্যোতিষশাস্ত্র মতে, কয়েকটি কাজ সন্ধেবেলা ভুল করেও করা উচিত নয়। কারণ এই ধরনের কয়েকটি কাজ করলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে।
আসলে সন্ধে হল শান্তির সময়। তখন বেশ কিছু কাজ করা অনুচিত। যেগুলি করলে কোনও ব্যক্তি সর্বহারা হতে পারেন।
জীবনে যদি অশান্তি না চান, তা হলে ভুলেও ৫ কাজ করবেন না। যেমন - সন্ধেতে বাড়ি থেকে ময়লা-আবর্জনা বাইরে ফেলবেন না। অনেকের বিশ্বাস এতে ঘরের শক্তি নষ্ট হয়। মা লক্ষ্মী রুষ্ট হন।
সন্ধেতে ধারালো বস্তু ব্যবহার এড়িয়ে চলুন। তা না করলে মানসিক অস্থিরতা হয়। বাড়িতে ও জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এমন অবস্থায় যে কোনও ব্যক্তির মানসিক দিক থেকে অস্থির হয়ে ওঠে।
যেমন - ধরুন অনেকেই সন্ধেতে সবজি কাটেন। ধারালো বস্তু (ছুরি, চপিং বোর্ড) ব্যবহার করেন। সেই সময় সতর্ক থাকতে হবে। যেন এই কাজ করতে গিয়ে কোথাও কেটে না যায়।
সন্ধেতে চুল বা নখ কাটলে শরীরের শক্তি কমে, মানসিক অস্থিরতা বাড়ে। যিনি এই কাজ করেন, তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়ে। বলছে জ্যোতিষশাস্ত্র।
সন্ধেতে ঘর পরিষ্কার করলে পজিটিভ এনার্জি কমে। তখন বিশ্রাম নিতে পারেন। পূজা পাঠ করতে পারেন। তাই সন্ধেতে বাড়ি-ঘর পরিষ্কার করলে সেখানে পরিবেশ উত্তেজিত হয়ে পড়ে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।