মুড়ির সঙ্গে অনেকে চপ, পেঁয়াজি খান। চপ এমন এক খাবার, যা আলাদাও খাওয়া যায়। বৃষ্টির দিনে অনেকেই একটু চপ, পকোড়া, পেঁয়াজি খেতে চান।
এই ধরুন খাবেন বলে শখ করে কোনও চপ কিনেছেন, তারপর এক কামড় দিতেই দেখলেন সেখানে চুল বেরিয়েছে। এমন অবস্থায় কী করবেন?
প্রথমত, চপ তা আলুর হোক বা মোচার বা অন্যকিছুর, তাতে যদি চুল বেরোয়, তা হলে রুচিবোধে না আটকালে চুল ফেলে চপ খেতে পারেন।
চপে চুল বেরোনর অর্থ সেই দোকানে সঠিক পরিষ্কার, পরিচ্ছন্নতা মানা হয় না। তাই হেলথ রিস্ক থাকে। ফলে শরীরের কথা ভেবে সেই চপ না খাওয়া ভালো।
যে দোকান থেকে কেনা চপে চুল বেরিয়েছে, সেই দোকানে গিয়ে ঝামেলা করতে পারেন। কেন এমন চপ বিক্রি করা হচ্ছে, তার জন্য প্রতিবাদ করতে পারেন।
যদি আইনি পথে হাঁটতে চান, তা হলে যে দোকানে কেনা চপে চুল বেরিয়েছে, সেই দোকানের মালিকের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ করতে পারেন।
নিজে ঠকে অপরকে শেখাতে পারেন। আপনার প্রতিবেশীদের ওই দোকান সম্পর্কে সতর্ক করতে পারেন। সেখানে যে পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না, সেটি সকলকে জানাতে পারেন।
দোকান থেকে কেনা চপে চুল বেরোলে যদি উপরিল্লিখিত একটি পথেও হাঁটতে না চান, তা হলে কখনও আর ওই দোকানে যাবেন না।