18th June, 2025

ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? সেটিংসে এই বদল করলেই মিলবে সুফল

TV9 Bangla

Credit -  Freepik , Getty Images

মোবাইল ফোন আজকাল সকলের নিত্য প্রয়োজনীয়। তা ছাড়া কারও এক পা চলে না। আর যদি দেখেন আপনার মোবাইলে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, তা হলে বিরক্ত হওয়া স্বাভাবিক।

দ্রুত ফোনের চার্জ শেষ হওয়ার সমস্যায় যদি আপনিও পড়ছেন, তা হলে সেই ব্যক্তির নিজের ফোনের সেটিংসে কয়েকটি বদল আনলে সুফল মিলতে পারে।

প্রত্যেকেই চায় তার ফোনের ব্যাটারি যেন দীর্ঘক্ষণ থাকে। তবে সেটা তখনই সম্ভব হয়, যদি আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে।

রিফ্রেশ রেট ব্যাটারিতে প্রভাব ফেলে। তাই সেটিংস থেকে ফোনের রিফ্রেশ রেট কমাতে পারেন। পাশাপাশি অনেকের ফোনের স্ক্রিন টাইম বেশি থাকে। সেটি কমাতে পারেন।

অনেকে মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার সেট করে থাকেন। যদি আপনারও সেই অভ্যাস রয়েছে, তাহলে সেটি ছাড়া উচিত। এতে চার্জ দ্রুত কমে।

লোকেশন, ব্লুটুথের মতো বৈশিষ্ট্যগুলি প্রয়োজন ছাড়া কখনও অন রাখবেন না। এর ফলে দ্রুত চার্জ শেষ হয় মোবাইলে।

মোবাইল ফোনের সেটিংসে গিয়ে ব্যটারি সেকশনে চেক করে দেখতে পারেন, কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করছে।

যদি দেখেন আপনার মোবাইল ফোনে কোনও অ্যাপ অতিরিক্ত ব্যাটারি খরচ করছে, তা হলে সেই অ্যাপটি সরিয়ে দিতে পারেন।