16 March 2024

পার্টনার প্রতারণা করছে? ৭ লক্ষণ দেখে চিনে নিন

credit: istock

TV9 Bangla

যে কোনও সম্পর্কেরই মূল ভিত হল, বিশ্বাস,ভরসা ও পরস্পরের প্রতি বোঝাপড়া। এগুলির ঘাটতি হলেই সম্পর্কে চিড় ধরে।                

পার্টনার আপনার সঙ্গে সম্পর্ক রাখতে না চাইলে বা অন্য কোনও সম্পর্কে জড়ালে সেটা বুঝতে পারবেন। চিনে নিন লক্ষণগুলি।                

আপনার পার্টনার যদি সবসময় ব্যস্ততা দেখায়, আপনাকে সময় না দেয়, তাহলে বুঝবেন তিনি নিজেকে সরিয়ে নিতে চাইছেন।                

পার্টনার যদি অফিস, পরিবার বা ব্যক্তিগত বিষয় আপনার সঙ্গে শেয়ার না করে, গোপন করার চেষ্টা করে, তাহলে বুঝবেন ভরসার অভাব হয়েছে।                

পার্টনার যদি আপনার সব কথায় আক্রমণাত্মক হয়ে ওঠে বা প্রতিবাদ করে, আপনার ভুল ধরে,  তাহলে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে।                

যদি গোপনে ফোন করে বা সর্বক্ষণ মোবাইলে চ্যাট করে, তাহলে সেটা সম্পর্কে ভাঙনের লক্ষণ হতে পারে।                

পার্টনার যদি ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা এড়িয়ে চলে, সেটা সম্পর্কের অনিশ্চয়তার লক্ষণ হতে পারে।                

পার্টনার যদি আগের মতো খেয়াল না রাখে, হঠাৎ করে ঘনিষ্ঠ হওয়া বন্ধ করে দেয়, তাহলে নিঃসন্দেহে সমস্যা রয়েছে।