উপহারে মানিব্যাগ দিচ্ছেন? সঙ্গে দিন একটা কয়েন, নইলে ঘনিয়ে আসবে বিপদ
TV9 Bangla
Credit - Freepik, Canva
প্রিয়জনকে উপহার হিসেবে অনেকে অনেক কিছু দেন। কাছের মানুষকে কেউ কেউ গিফ্টে মানিব্যাগ বা ওয়ালেট দেন। জানেন এটি দেওয়া ভালো কি না।
বাস্তুশাস্ত্র মতে কাউকে গিফ্ট হিসেবে মানিব্যাগ বা ওয়ালেট দেওয়া খুব একটা ভালো নয়। কারণ, উপহারে মানিব্যাগ দেওয়ার অর্থ হল নিজের আর্থিক শক্তি অন্যের হাতে তুলে দেওয়া।
তারপরও যদি উপহার হিসেবে কাউকে মানিব্যাগ দেন, তা হলে সেটি খালি দেওয়া ঠিক নয়। সেখানে একটা কয়েন হলেও ভরে দেওয়া উচিত।
প্রচলিত বিশ্বাস, বিশেষত ভারতীয় সংস্কৃতিতে মানা হয় যে, খালি মানিব্যাগ দেওয়া অশুভ। তা দুর্ভাগ্য নিয়ে আসে। তাই, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানিব্যাগের ভেতরে কিছু টাকা দেওয়া ভালো।
অনেকে বলেন খালি মানিব্যাগ দেওয়ার অর্থ যে ব্যক্তিকে তা দেওয়া হচ্ছে তার আর্থিক অভাব হতে পারে বা জীবনে কষ্ট হতে পারে।
মানিব্যাগ উপহার দেবেন নাকি দেবেন না, এই নিয়ে দোলাচলে থাকলে নিজের মনকে প্রশ্ন করতে পারেন যে, আপনি এই সকল তথ্য মানেন কি না।
আপনি যদি এই সকল তথ্যে বিশ্বাস না করেন, সেক্ষেত্রে নির্দ্বিধায় যে কাউকে মানিব্যাগ বা ওয়ালেট হাসিমুখে উপহার দিতে পারেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র ও প্রচলিত বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।