16th July, 2025

সুখের সংসার চান? আচার্য চাণক্যর এই নীতি আপনাকে পথ দেখাবে

Credit -  Pinterest 

TV9 Bangla

যে কোনও ব্যক্তির বাড়ির রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ। আজকাল ফ্ল্যাট কালচার বেড়েছে। আর সেখানে বেশিরভাগ থাকছে ওপেন কিচেন।

অতীতে কমবেশি সকলের বাড়িতে রান্নাঘর আলাদা হত। এখন তেমনটা দেখা যায় না। যে বাড়িতে রান্নাঘরে দরজা নেই সেখানে বাস্তুদোষ হতে পারে। তা এড়াতে কী করবেন?

বাস্তুশাস্ত্রে এই ধরনের বাস্তুদোষ এড়ানোর জন্য বেশ কয়েকটি সমাধানের কথা উল্লেখ রয়েছে। যেমন - যে বাড়িতে ওপেন কিচেন রয়েছে অর্থাৎ রান্নাঘরের কোনও দরজা নেই, সেখানে একটি ত্রিভূজ স্ফটিক রাখা যায়।

ওপেন কিচেনের শেষ প্রান্তের পাশের দেওয়ালে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তাতে নেতিবাচক শক্তি সেই রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। ইতিবাচক শক্তি বাড়বে।

যে বাড়িতে ওপেন কিচেন থাকে, সেখানে যাতে বাস্তুদোষ এড়ানো যায়, তাই প্রতিদিন সন্ধেবেলা কর্পূর জ্বালাতে হবে। এবং রান্নাঘরের চারিদিকে তার ধোঁয়া ছড়িয়ে দিতে হবে।

ওপেন কিচেন যদি করেই ফেলেন, সেক্ষেত্রে রান্নাঘরের জন্য কমলা, লাল, হলুদ বা গোলাপী রঙের মতো উজ্জ্বল রং ব্যবহার করা ভালো। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

বাস্তুদোষ এড়াতে ওপেন কিচেনে বাসনপত্র যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না। তাতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে। তাই সব সময় উচিত বাসনপত্র ঠিক স্থানে রাখা।

গ্যাস ওভেন দক্ষিণ-পূর্ব দিকে ও অন্য যন্ত্রপাতি যেমন - ফ্রিজ, মাইক্রোওয়েভ উত্তর-পূর্ব দিক এড়িয়ে রাখা উচিত। বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য বাস্তু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।