29th June, 2025

মৃত আত্মীয়কে স্বপ্নে দেখা কীসের ইঙ্গিত? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla 

Credit - Pinterest, Canva 

বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে ছুটে যান। তাঁর অনুরাগীরা যোগ দেন সৎসঙ্গে। জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন।

সম্প্রতি এক ভক্ত বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে প্রশ্ন রেখেছিলেন যে, যদি স্বপ্নে মৃত আত্মীয় স্বজনকে দেখতে পাওয়া যায়, তার অর্থ কী?

প্রেমানন্দ মহারাজ জানান, তিন ধরনের স্বপ্ন হয়। প্রথম স্বপ্ন - পরিবারের মৃত সদস্যদের দেখা, দ্বিতীয়টি হল ঈশ্বর ও সাধুদের দেখা আর তৃতীয়টি হল যার অস্তিত্ব নেই।

প্রেমানন্দ মহারাজ জানান যে, এক ব্যক্তির মন অনেক মানুষের সঙ্গে যুক্ত থাকে। সেই মানুষজন জীবিত ও মৃত দুই আত্মীয়ই হতে পারে।

তাঁর কথায়, যদি স্বপ্নে কেউ মৃত আত্মীয়দের দেখেন, তা হলে চিন্তার কিছু নেই। এতে ভয়েরও কোনও সংকেত নেই। কিন্তু এক্ষেত্রে কী করা যায়, সে কথা জানিয়েছেন তিনি।

প্রেমানন্দ মহারাজ বলেন, যদি স্বপ্নে মৃত আত্মীয়দের দেখেন, তা হলে দানের অভ্যাস গড়তে পারেন। এও জানান, যদি কোনও ব্যক্তি নিয়মিত জল ও খাবার দান করেন, সেই দান পূর্বপুরুষদের কাছে পৌঁছে যায়, তাঁরা সন্তুষ্ট হন।

প্রেমানন্দ মহারাজ একইসঙ্গে জানান যে, পিণ্ডদানও একই কারণে করা হয়। তাঁর কথায়, বাড়ির প্রবীণ ব্যক্তিরা যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাঁদের সকলের সেবা করা উচিত এবং মৃত্যুর পরও দান করা উচিত।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।