22nd December, 2024

স্বপ্নে এই জিনিস যদি আসছে, আপনার জীবনে উন্নতি হবেই

Credit - Getty Images

TV9 Bangla

একাধিক ব্যক্তি রাতের বেলা ঘুমোনোর সময় নানা ধরণের স্বপ্ন দেখেন। আর এই স্বপ্নগুলির অর্থও নানা রকমের হয়।

স্বপ্ন সংক্রান্ত বইতে এমন নানান জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে, যেগুলিকে বলা হয় শুভ। অর্থাৎ এমন কিছু স্বপ্ন রয়েছে, যা দেখলে জীবনে ভালো হয়।

রাতের বেলা ঘুমোনোর সময় কোনও ব্যক্তি জল সংক্রান্ত স্বপ্ন যদি দেখেন, তা হলে সেগুলোকে শুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে যদি কেউ ঘুমের মধ্যে ঝর্ণার জল দেখেন, তা হলে সেটাকে শুভ লক্ষণ বলা হয়। স্বপ্নে পরিষ্কার জলের একটি ঝর্ণা দেখলে বাড়িতে সুখের আগমণের লক্ষণ হিসেবে ধরা হয়।

কোনও ব্যক্তি যদি একটি পরিষ্কার ও সাদা জলপ্রপাত দেখেন, তা হলে ধরতে হয় তাঁর জীবনে দুঃখের দিন শেষ হওয়ার পথে।

পরিষ্কার, সাদা জলপ্রপাত স্বপ্নে দেখার অর্থ হতে পারে যে, আপনি বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা খুব শীঘ্রই দূর হয়ে যাবে।

পরিষ্কার ও নোংরা দুই ধরণের ঝর্ণার জলের স্বপ্নের অর্থও আলাদা। স্বপ্নে ঝর্ণার নোংরা দেখলে বা গরম জল দেখলে সেই স্বপ্ন আবার শুভ লক্ষণের বার্তা দেয় না।

 স্বপ্নশাস্ত্র অনুসারে, যদি কেউ স্বপ্নে ঝর্ণার জল নোংরা বা গরম দেখেন, তা হলে সেটি আসন্ন বিপদের লক্ষণও হতে পারে।