বিবাহ-বিচ্ছেদ হলে কি পুরুষরাও স্ত্রীয়ের কাছে খোরপোশ দাবি করতে পারেন?
credit: I Stock
TV9 Bangla
স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলেই আসে ভরণপোষণের বিষয়। ভারতের আইন অনুসারে বেশিরভাগ সময় স্ত্রীকে মটা অঙ্কের খোরপোশ দিতে হয় স্বামীকে। বিশেষ করে সেই মহিলা যদি সিঙ্গেল মাদার হন তাহলে তো বটেই।
আইন মেনেই খোরপোশের দাবি জানাতে পারেন স্ত্রী। আচ্ছা যদি অর্থনৈতিকভাবে স্বামীর থেকে স্ত্রী বেশি সাবলম্বী হন তখন? সে ক্ষেত্রেও কি স্বামীকেই খোরপোশ দিতে হবে নাকি তিনিও ভরণপোষণের দাবি জানাতে পারেন?
ভারতের আইন কিন্তু বলছে, খোরপোশ পাওয়ার অধিকার স্বামী-স্ত্রী দুজনেরই আছে। একে অপরের কাছ থেকে ভরণপোষণ দাবি এবং গ্রহণ করতে পারেন।
১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুসারে, একজন স্বামীর তাঁর স্ত্রীর কাছ থেকে ভরণপোষণ দাবি করার আইনি অধিকার রয়েছে।
বর্তমানে ভারতীয় নাগরিক নিরাপত্তা কোড (BNSS, ২০২৩) এর ধারা ১৪৪ এর অধীনে, স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মা ভরণপোষণের জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন ধারায় স্বামী ভরণপোষণ চাইতে পারেন? হিন্দু বিবাহ আইন, ১৯৫৫, ধারা ২৪, ধারা ২৫ এই ধারাগুলির অধীনে, যদি স্ত্রী আর্থিকভাবে সক্ষম হন এবং স্বামী অক্ষম হন, তাহলে তিনি ভরণপোষণ দাবি করতে পারেন।
স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক বিরোধের ক্ষেত্রে ভরণপোষণের বিষয়টি যখন আসে, তখন বেশিরভাগ সময় ভরণপোষণ পাওয়ার অধিকারের আদেশ স্ত্রীর পক্ষে যায়।
তবে আইন অনুসারে, উভয়েরই একে অপরের কাছ থেকে ভরণপোষণ দাবি করার এবং গ্রহণ করার অধিকার রয়েছে। (বিঃদ্রঃ - যদি কোনও আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আইনজীবির সঙ্গে যোগাযোগ করুন। এই প্রতিবেদন কেবল তথ্যের জন্য লেখা)