কাঁচা দুধ ব্যবহার করুন এভাবে, রূপের ছটা ছড়িয়ে পড়বে চারিদিকে
TV9 Bangla
Credit - Freepik, Canva
অনেকে গরমে সানস্ক্রিন মেখে বের হন, তারপরও রোদের তেজে মুখ কালো হয়ে যায়। আসলে ট্যান পড়ে। সেই ট্যান সহজে তোলা যায় না।
ট্যান দূর করতে অনেকে পার্লারে হাজার হাজার টাকা খরচ করেন। কিন্তু তাতেও যেন পুরোপুরি ট্যান মুক্ত হওয়া যায় না। তা হলে কী করবেন?
চিন্তা ভুলুন, কাজে লাগান কিছু ঘরোয়া টোটকা। হেঁশেলে দুধ থাকলে, তা কাজে লাগাতে পারেন। এ বার প্রশ্ন হল কাঁচা দুধ কীভাবে ট্যান তোলায় কার্যকরী?
কাঁচা দুধ রূপচর্চার জন্য জনপ্রিয় উপাদান। তা ত্বকের ময়লা পরিষ্কার করতে, আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
কাঁচা দুধে ল্যাক্টিক অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন রয়েছে। যা ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে। কাঁচা দুধ নিয়ম করে মুখে লাগালে ভালো ফল মেলে।
অল্প কাঁচা দুধ ঠান্ডা করতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুতে হবে। এবার দুধে তুলো ভিজিয়ে ভালো করে মুখ মুছুন। এরপর হালকা হাতে ম্যাসাজ করে, মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এটা একদিন করলেই ত্বকে জেল্লা ফিরবে।
কাঁচা দুধে অল্প অ্যালোভেরা জেল ও গোলাপ জল মেশান। তারপর সেই দুধের মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে একদিন করলেই ত্বকের কালো ছোপ দূর হবে।
কাঁচা দুধে অল্প গুঁড়ো হলুদ মেশান। তারপর সেই দুধ মুখে ভালো করে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে একদিন করতে পারেন। তাতে ত্বক থেকে মৃত কোষ দূর হবে। ত্বক ঝকঝকে হবে।