এই দেশে ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে পেতে হয় শাস্তি!
credit:Getty Images
TV9 Bangla
বিয়ে নিয়ে প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে। সংসারের স্বাভাবিক নিয়মে নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সারা জীবন একে অপরের সঙ্গে কাটানোর প্রতিশ্রুতি দেন।
কেবল দুটি মানুষ নয় মিলন ঘটে দুটি পরিবারের মধ্যেও। সাধাণত বিভিন্ন দেশে বিয়ের নূন্যতম বয়স ঠিক করা রয়েছে। একেক দেশে একেক রকমের বিয়ের বয়স রয়েছে।
নব প্রজন্মের অনেকেই আবার আজকাল বিয়ে বিমুখ হয়ে উঠছে। মতানৈক্য এবং সম্পর্ক ভাঙার ভয়ে সারা জীবন অবিবাহিত থেকে যেতে চান।
তবে আপনি কি জানেন, পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে বিয়ে করাটা বাধ্যতামূলক। সেই দেশে অবিবাহিত থাকাটা শাস্তি যোগ্য অপরাধ। কোথায় রয়েছে এমন ভিন্ন দেশ জানেন?
সেই শাস্তিও ভারী অদ্ভুত। এই দেশে যদি পুরুষ-নারীর কেউ ২৫ বছর বয়স অবধি অবিবাহিত থাকেন তাহলে তাকে শাস্তি পেতে হয়। দারুচিনি দিয়ে স্নান করানো হয় তাকে।
কোনও যুবক যদি ৩০ বছর অবধি অবিবাহিত থাকেন তাহলে তাকে গোল মরিচ দিয়ে স্নান করানো হয়। কোথায় রয়েছে এমন প্রথা? কেন এই অদ্ভুত নিয়ম?
এই দেশ হল ডেনমার্ক। ডেনমার্কে বিয়ে করাটা বাধ্যতামূলক। বিয়ে না করার জন্য যুবকদের শাস্তি দেওয়া হয়। প্রথা মেনেই চলে এই নিয়ম। তবে তা বাধ্যতামূলক নয়, মজা করেই দারুচিনি বা গোলমরিচ দিয়ে স্নান করানো হয়।
আগে এই অঞ্চলের অনেকেই মশলা বিক্রেতা ছিলেন। ব্যবসার কাজে বাইরে ঘুরে বেড়াত বলে বিয়ে করার সময় বা সঙ্গী পেত না। মহিলা বিক্রেতাদের বলা হত পেপার মেইডেনস এবং পুরুষদের বলা হত পেপার ডুডস।