29th December, 2024

সাদা, কালো, সবুজ... বাড়িতে হাতির মূর্তি রাখলে বাছবেন কোন রং?

Credit - META AI

বাড়ির সাজসজ্জার জন্য অনেকে একাধিক মূর্তি রাখেন। কেউ কেউ বাড়ির দেওয়ালে ছবি ঝুলিয়ে রাখেন। অনেকে বাড়িতে হাতির মূর্তি রাখেন।

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে হাতির মূর্তি বা ছবি রাখলে তা শুভ বলে ধরা হয়। যদি কোনও হাতির মূর্তি রাখা হয় বাড়িতে, আর তার শুঁড় উপরের দিকে থাকে, তা হলে সেটিকে সবচেয়ে ভালো বলা হয়।

যদি কোনও বাড়িতে এমন হাতির মূর্তি রাখা হয়, যেখানে হাতির শুঁড় উপর দিকে থাকে তা ভাগ্য ফেরাতে সাহায্য করে। পজিটিভ এনার্জি আকর্ষণ করে।

কোনও বাড়িতে যদি এমন হাতির মূর্তি রাখা হয়, যার শুঁড় নীচের দিকে রয়েছে, তা স্ট্রেন্থ ও এনার্জি দেয়। দীর্ঘায়ু, ফার্টিলিটি ও স্থিরতা আনতে সাহায্য করে এইসকল হাতির মূর্তি।

কোনও ব্যক্তি যদি তাঁর বাড়িতে লাল রংয়ের হাতির মূর্তি রাখেন, তা হলে সেটি স্বীকৃতি ও সম্মান আনতে সাহায্য করে।

বাড়িতে সাদা রংয়ের হাতির মূর্তি রাখা ভালো। তা সমৃদ্ধি, আর্থিক অবস্থান উন্নতি ও লাক্সারি জীবন যাপনের পথ খোলে।

কোনও বাড়িতে যদি কালো রংয়ের হাতির মূর্তি রাখা হয়, তা থেকে সাফল্য এবং সমৃদ্ধি বাড়িতে আসে। এটি শুভ বলে ধরা হয়।

কারও বাড়িতে সবুজ রংয়ের হাতির মূর্তি রাখা হলে তা শক্তি দেয়। যে বাড়িতে এই মূর্তি থাকে, সেই পরিবারের সদস্যদের ভাগ্য ফেরে।