বাড়িতে বাঁশ গাছ রাখার উপযুক্ত স্থান কোনটি? বাস্তুশাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Freepik , Getty Images
আজকাল বাড়ি-ঘর অনেকে নানা রকম গাছ দিয়ে সাজান। ভাগ্য ফেরাতে কেউ রাখেন মানি প্ল্যান্ট, কেউ বা রাখেন বাঁশ গাছ।
বাস্তুশাস্ত্র ও ফেং শুই অনুসারে ঘরে বাঁশ গাছরাখার জন্য সবচেয়ে ভালো দিক হল পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক। মনে করা হয়, এই দিকে বাঁশ গাছ রাখলে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আকর্ষণ করে।
আর বাঁশ গাছ সরাসরি সূর্যের আলোতে রাখা ভালো নয়। পর্যাপ্ত আলো পাবে গাছটি, তেমন জায়গায় রাখা শ্রেয়। পূর্ব দিককে স্বাস্থ্য ও অগ্রগতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র বলছে, পূর্ব দিকে বাঁশ গাছ লাগালে পরিবারের সদস্যদের অগ্রগতি হয়। তাই যদি বাড়িতে বাঁশ গাছ এনে রাখার কথা ভাবছেন, এই দিকে রাখতে পারেন।
এছাড়া উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই বলা হয় এই দিকে বাঁশ গাছ রাখলে সম্পদ আকর্ষিত হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, কোনও ভাবেই দক্ষিণ-পশ্চিম দিকে বাঁশ গাছ লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্রে এমনটা করা অশুভ বলে মনে করা হয়।
অনেকে ভাবতেও পারেন না, তবে ছোট্ট বাঁশ গাছই ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্য। তাই এই গাছকে মোটেও অবহেলা করার নেই।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।