2nd April, 2025

গরমে ফ্যাশনে স্কার্ফ মাস্ট, কলকাতার কোন বাজারে পাবেন সস্তায়?

TV9 Bangla

Credit - Canva, Getty Image, X

গরমকালে সুস্থ থাকার জন্য অনেক মহিলাই সুতির কুর্তি পরেন। এই সময় শরীরের সঙ্গে চিপকে থাকবে, এমন পোশাক না পরাই ভালো।

কেউ কেউ গরমকালে রোদের হাত থেকে বাঁচতে বা ফ্যাশনের জন্য পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফও পরেন। সেই লুক হয় নজরকাড়া।

জানেন কলকাতার কোথায় সস্তায় পাওয়া যায় ভালো ভালো এবং নজরকাড়া স্কার্ফ? আজ এই প্রতিবেদনে সেই খোঁজই দেব।

গরমকালে পোশাকের সঙ্গে ম্যাচিং করে অনেকে নানা স্টাইলের স্কার্ফ বেছে নেন। কেউ কেউ তা দিয়ে চুল ঢেকে রাখেন।

স্কার্ফ দিয়ে চুল ঢাকার পাশাপাশি অনেকেই রোদের তেজ থেকে বাঁচতে তা মুখে ঢেকে রাখেন। তাতে শুধু চোখ খোলা থাকে।

কলকাতায় বেশ কয়েকটি জায়গায় অল্প দামে ভালো স্কার্ফ পাওয়া যায়। তার মধ্যে প্রথমেই বলতে হয় নিউমার্কেটের নাম। দরাদরি করতে পারলে এখানে নানা সুন্দর স্কার্ফ কম দামে পেয়ে যাবেন।

নিউমার্কেটের পাশাপাশি হাতিবাগান, গড়িয়াহাটের মার্কেটে স্কার্ফের ভালো ভালো কালেকশন দেখা যায়। একসঙ্গে বেশি স্কার্ফ কিনছে বেশি ছাড়ও পেয়ে যান অনেকে।

নানা দোকান ছাড়াও উপরিল্লিখিত জায়গাগুলির ফুটপাতে বিভিন্ন রকমের স্কার্ফ পাওয়া যায়। গরমে বেশ টেকসই ও আরামদায়ক স্কার্ফ অল্প দামে নিতে চাইলে এই জায়গাগুলিতে ঢুঁ মারতে পারেন।