6 August 2024

গোলাপ জলের এই ব্যবহার জানতেন?

credit: istock

TV9 Bangla

ত্বকের যত্নে যুগ যুগ ধরে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে। যে কোনও ঋতুতে যে কোনও সমস্যায় গোলাপ জল ব্যবহার করতে পারেন।

বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করা হয়। এটি ত্বকের উপর জমে থাকা ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়।

শুষ্ক ত্বক হোক বা তৈলাক্ত, ব্রণ হোক বা ওপেন পোরস যে কোনও সময় মুখে গোলাপ জল মাখা যায়। আর কোন কারণে গোলাপ জল মাখবেন?

ত্বকের উপর লালচে ভাব ও জ্বালাভাব কমাতে গোলাপ জল দুর্দান্ত কাজ করে। এটি ত্বকের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে।

গোলাপ জলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়। ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

গোলাপ জল কোলাজেন গঠনে সাহায্য করে। নিয়মিত মুখে গোলাপ জল স্প্রে করলে বলিরেখা কমবে এবং ত্বক টানটান থাকবে।

ত্বকের উপর গোলাপ জল স্প্রে করলে তেলতেলে ভাব কমে যাবে এবং ত্বক হাইড্রেট থাকবে। সিবাম নিয়ন্ত্রণে সাহায্য করে এটি।

মুখে টোনার হিসেবে গোলাপ জল স্প্রে করুন। এছাড়া স্নানের জলে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন। এতেই ভাল থাকবে ত্বক।