এই নথি ছাড়া আর হবে না পাসপোর্ট, নিয়মে বড় বদল আনল সরকার
credit:Getty Images
TV9 Bangla
ভারতে বসবাসের জন্য প্রত্যেক ভারতীয়র কাছে কিছু নির্দিষ্ট নথি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি পদক্ষেপে আমাদের সেই সব নথির প্রয়োজন পড়ে। কাজের ধরন অনুসারে কী ধরনের নথি প্রয়োজন তা নির্ভর করে।
যেমন কেউ যদি টাকা-পয়সা, লেনদেন, আয়কর বা লোন সংক্রান্ত কোনও কাজ করেন, সেখানে প্যান কার্ড লাগবেই। আবার অনেক জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক।
প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মতো কিছু নথি বেশ প্রয়োজনীয়। এদের মধ্যে আবার বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ পাসপোর্ট।
কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে পাসপোর্ট থাকা খুবই জরুরি। পাসপোর্ট ছাড়া কেউ বিদেশ ভ্রমণ করতে পারে না। ভারতে পাসপোর্ট পেতে হলে, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
ভারতে পাসপোর্ট জারি করে বিদেশ মন্ত্রক। যার জন্য ৩৬টি পাসপোর্ট অফিস রয়েছে সারা দেশে। আপনাকে এখানে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। যার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হবে।
সম্প্রতি, সরকার পাসপোর্ট সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। এখন পাসপোর্ট তৈরির জন্য জন্ম সনদ(বার্থ সার্টিফিকেট) বাধ্যতামূলক করা হয়েছে। তবে, এই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়।
পাসপোর্ট আইন সংশোধন করে, কেন্দ্রীয় সরকার ১ অক্টোবর, ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য জন্মের শংসাপত্র বাধ্যতামূলক করেছে। এটি ছাড়া, সেই ব্যক্তিরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।
১ অক্টোবর, ২০২৩ এর আগে জন্মগ্রহণকারীরা এখনও বার্থ সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট পাওয়ার যোগ্য। জন্ম সনদের পরিবর্তে, তাঁরা জন্ম তারিখের প্রমাণ হিসেবে ড্রাইভিং লাইসেন্স বা স্কুল লিভিং সার্টিফিকেট মতো বিকল্প নথি প্রদান করে পাসপোর্ট পেতে পারেন।