18th December, 2024

সাবধান! প্রতিদিন এই রাসায়নিক শরীরে গেলেই বাড়ছে বন্ধ্যাত্ব

Credit - PTI, Freepik

TV9 Bangla

বন্ধ্যাত্ব শুধু মহিলাদেরই হয় না। একাধিক পুরুষেরও বন্ধ্যাত্ব হয়। এর অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাপন।

ভুল খাদ্যাভ্যাস, অতিরিক্ত ধূমপান, অত্যধিক মদ্যপানের কারণেও অনেক সময় বন্ধ্যাত্বের শিকার হতে হয় অনেককে।

মানসিক চাপ এবং হরমোনের পরিবর্তন, সিস্ট, থাইরয়েডের মতো নানা সমস্যাও বন্ধ্যাত্বের অন্যতম কারণের মধ্যে পড়ে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে বিপিএ (বিসফেনল এ) এমন এক রাসায়নিক যা প্রতিদিন শরীরে গেলে বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে।

বিপিএ রাসায়নিক প্লাস্টিকের বোতল, ক্যান, শ্যাম্পু, কন্ডিশনার, লোশন ও অন্যান্য প্যাকেজিং পন্যে পাওয়া যায়।

যে সকল মহিলারা বিপিএ যুক্ত পন্য ব্যবহার করেন, তাঁদের শরীরে প্রজনন পদ্ধতির সমস্যা দেখা দিতে পারে। বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ে।

এই রাসায়নিক ব্যবহারের ফলে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। টেস্টিসের বিকাশের সমস্যা হয়। টেস্টিকুলার ক্যান্সার হতে পারে।

মানসিক চাপের কারণেও হরমোনের মাত্রার ওঠাপড়া হয় যা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে। বন্ধ্যাত্বের সমস্যা থেকে সাবধান হওয়ার জন্য কী করা উচিত?

বন্ধ্যাত্ব রোধ করতে বিপিএ এবং প্যারাবেনের মতো রাসায়নিক নেই এমন পন্য ব্যবহার করতে হবে। ফাস্ট ফুড কম খেতে হবে।