28 January 2024

বিয়েবাড়ি যাচ্ছেন? মেকআপের আগে যা করলে ফেটে পড়বে জেল্লা

credit: Pinterest

TV9 Bangla

চলছে বিয়েবাড়ির মরসুম। আর বিয়েবাড়ি মানেই সাজগোজ। বিশেষ সন্ধ্যায় প্রায় সকলেই চান নিজেকে সুন্দর করে তুলতে।

ত্বককে সুন্দর করতে তাই অনেকেই ছোটেন পার্লারে। তাতে এক গাদা টাকা যেমন খরচ হয় তেমনই অনেকসময় পছন্দ মতো ফল পাওয়া যায় না।

তাই বিয়েবাড়ির জন্য আর পার্লারে যেতে হবে না। বাড়িতেই নিজেকে তৈরি করে নিতে পারবেন। মেকআপ করার আগে শুধু মেনে চলতে হবে এই কয়েকটি পদ্ধতি।

শুধু মেকআপ করলে হবে না। সবার আগে প্রয়োজন ত্বককে গড়ে নেওয়া। কারণ ত্বক ঠিক না থাকলে মেকআপ বসবে না।

সবার আগে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর মুখে বরফ ঘষে নিন। একটি তোয়ালের মধ্যে কয়েক টুকরো বরফ নিন। তারপর তা মুখে লাগান।

একপর গোটা মুখে গোলোাপ জল লাগান। চোখে দুটি শসার টুকরো দিয়ে খানিকক্ষণ শুয়ে থাকুন। এতে ত্বকেও বিশ্রাম পাবে। ভিতর থেকে জেল্লা বেড়িয়ে আসবে।

এরপর হালকা করে স্ক্রাব করে নিন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে। ফলে মেকআপও ভালোভাবে বসবে।

এরপর মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োগ করুন। তারপর মেকআপ করা শুরু করুন।