'ভালবাসা দিবসে'র আগেই আসে 'আন্তর্জাতিক কন্ডোম দিবস' কেন জানেন?
insomnia 3

30 JAN 2025

'ভালবাসা দিবসে'র আগেই আসে 'আন্তর্জাতিক কন্ডোম দিবস' কেন জানেন?

credit:Getty images

image

TV9 Bangla

ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে ভারতে কন্ডোম ব্যবহার আগের থেকে বাড়লেও এখনও ঢাক গুড় গুড় ব্যাপারটা কাটেনি। ভারতের কেবল ১০ শতাংশ পুরুষ কন্ডোম ব্যবহার করেন।

ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে ভারতে কন্ডোম ব্যবহার আগের থেকে বাড়লেও এখনও ঢাক গুড় গুড় ব্যাপারটা কাটেনি। ভারতের কেবল ১০ শতাংশ পুরুষ কন্ডোম ব্যবহার করেন।

অথচ অবাঞ্ছিত গর্ভবতী হওয়া থেকে বাঁচতে, যৌন সঙ্গম জনিত রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে কন্ডোমের জুড়ি মেলা ভার।

অথচ অবাঞ্ছিত গর্ভবতী হওয়া থেকে বাঁচতে, যৌন সঙ্গম জনিত রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে কন্ডোমের জুড়ি মেলা ভার।

ছোট অথচ নমনীয় হয় এই কন্ডোম। দেখতে প্লাস্টিকের মতো হয়। কন্ডোম কী সত্যি প্লাস্টিকের হয়? জানেন কী ভাবে তৈরি হয় কন্ডোম?

ছোট অথচ নমনীয় হয় এই কন্ডোম। দেখতে প্লাস্টিকের মতো হয়। কন্ডোম কী সত্যি প্লাস্টিকের হয়? জানেন কী ভাবে তৈরি হয় কন্ডোম?

কোনও মানুষ কী রকম পোশাক পরেন, কী রঙের পোশাক পরতে ভালবাসেন, তা কিন্তু তাঁর সম্পর্কে অনেক কথা বলে দিতে পারে।

কন্ডোম তৈরি করতে প্রয়োজন ল্যাটেক্স। এটি এক ধরনের প্রাকৃতিক রবার। রবার গাছ থেকেই পাওয়া যায় এই ল্যাটেক্স। সেই ল্যাটেক্স সংগ্রহ করে তাকে প্রক্রিয়া করা হয়।

গাছ কেটে পাওয়া সাদা রঙের ল্যাটেক্স সংগ্রহ করার পড়ে তা কারখানায় নিয়ে আসা হয়। সেই ল্যাটেক্সের সঙ্গে জল এবং জিঙ্ক অক্সাইড মিশিয়ে তাঁকে প্রক্রিয়া করা হয়।

১ লিটার ল্যাটেক্স থেকে প্রায় ৭০০টি কন্ডোম তৈরি করা সম্ভব। তবে তার জন্য অনেক ধাপে সেই ল্যাটেক্সকে প্রক্রিয়া করতে হয়।

কন্ডোম সম্পর্কে মানুষ আগের থেকে অনেকটা সচেতন হলেও, ট্যাবু ভাব কাটেনি এখনও পর্যন্ত। তাই প্রত্যেক বছর ঠিক ভালোবাসার দিনের আগের দিন পালিত হয় আন্তর্জাতিক কন্ডোম দিবস।

১৩ ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক কন্ডোম দিবস। এই দিন পালনের উদ্দেশ্যে হল অসুরক্ষিত যৌন মিলনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ সমাজ গড়া।