অবিশ্বাস্য কম খরচে বৈষ্ণো দেবী ট্যুর! IRCTC-এর এই প্যাকেজের কথা জানেন?
credit:TV9
TV9 Bangla
বৈষ্ণো দেবী দর্শন করতে চান। অথচ বাজেটে কথা ভেবে পিছিয়ে আসছেন? অবিশ্বাস্য খরচে এবার সেই সুযোগ করে দিচ্ছে IRCTC। জেনে নিন কোথায় কোথায় ঘুরবেন? কত খরচ?
মাত্র ৬,৯৯০-টাকায় বৈষ্ণোদেবী ঘুরে আসতে পারবেন আপনি। IRCTC এই প্যাকেজটি দিল্লি থেকে চার দিন ও তিন রাতের জন্য প্রযোজ্য। এই ট্যুর প্যাকেজ বুক করতে হলে আপনাকে প্রথমে www.maavaishnodevi.org -এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন এই প্যাকেজ। যাত্রা শুরু হয় রাত ৮:৪০-এ, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ১২৪২৫ রাজধানি এক্সপ্রেস ট্রেনে। সকালে জম্মু পৌঁছে কাটরা যাত্রা।
সরস্বতী ধামে ট্রাভেল স্লিপ নিতে হবে। হোটেলে জলখাবার সেরে ব্যাংগাঙ্গা। সেখান থেকে হেঁটে মা বৈষ্ণো দেবীর দর্শন। শেষে ওইখানে হোটেলে রাতের খাবার ও রাত্রী যাপনের ব্যবস্থা থাকবে।
তৃতীয় দিনে প্রাতঃরাশের পরে কিছুটা অবসর সময়। দুপুরে চেক-আউট করে জম্মু যাত্রা। পথে পাবেন কাণ্ড কাণ্ডোলি মন্দির, রঘুনাথ মন্দির এবং বাগে বাহু গার্ডেন। রাত ৯:২৫-এ জম্মু থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা। চতুর্থ দিন ভোরে পৌঁছবেন নিউ দিল্লি।
থাকছে নিউ দিল্লি থেকে জম্মু পর্যন্ত ৩AC শ্রেণি ট্রেনে যাত্রা। জম্মু থেকে কাটরা অবশ্য নন এসি ট্রেনে যেতে হবে। কাটরায় থাকার ব্যবস্থা করা হয় তাজ বিবান্তা বা সমমানের হোটেলে। জলখাবার, দুপুর ও রাতের খাবার অন্তর্ভুক্ত থাকে এই প্যাকেজে।
এই প্যাকেজে আপনি যেতে পারেন নিজের গ্রুপের সঙ্গেও। তবে গ্রুপ ক্যাপাসিটি সর্বোচ্চ ১২ জন। IRCTC বৈষ্ণো দেবী ট্যুর প্যাকেজ ভাড়া। একা গেলে ১০,৭৭০টাকা। যুগলে গেলে মাথাপিছু ৮,১০০ টাকা। ৩ জনে গেলে খরচ ৬,৯৯০ টাকা মাথাপিছু।
৫-১১ বছরের শিশু হলে, আলাদা বিছানা নিলে খরচ ৬,৩২০ টাকা। শিশুর জন্য আলাদা বিছানা না নিলে খরচ হবে ৫,২৫৫ টাকা। বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে।