11h July, 2025

বৃষ্টির জলে স্নান করা ভালো না খারাপ? বিশেষজ্ঞরা বলছেন...

TV9 Bangla 

Credit - Getty Images 

বৃষ্টি পড়লেই অনেকে ভিজতে পছন্দ করেন। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলে অনেক ব্যক্তিই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন।

অনেকের বিশ্বাস যে বৃষ্টির জল খুবই পরিষ্কার। যার ফলে বৃষ্টির জলে স্নান করতে কোনও সমস্যা নেই। আসল সত্যিটা কী?

বৃষ্টির জলে যে কেউ স্নান করতে পারেন। কিন্তু অনেকের এর ফলে স্বাস্থ্যগত নানা সমস্যা হতে পারে। বৃষ্টির জলে স্নান করলে বা ভিজলে সর্দি-কাশি বাড়তে পারে, ঠান্ডা লাগতে পারে।

বৃষ্টিতে স্নান করার সময় কেউ যদি ধুলো, বালি, মাটি ও ময়লার সংস্পর্শে আসেন, তা হলে অনেকের ত্বকে চুলকানি হতে পারে, ত্বক জ্বলতে পারে।

বয়স্ক ব্যক্তি, শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁরা বৃষ্টির জলে ভিজলে নানা সমস্যা বেড়ে যায়।

অনেক সময় বৃষ্টিতে ভিজলে কারও কারও ত্বকে নানা সমস্যা (ফুসকুড়ি, ফোঁড়া) তৈরি হয়। এমনটা হলে বৃষ্টি থেকে দূরে থাকাই ভালো।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির জলে ভিজলে বা স্নান করলে সমস্যা নেই। শুধু বৃষ্টির জল গায়ে দীর্ঘক্ষণ রাখা চলবে বা। বৃষ্টির জলে স্নান করার পর সাধারণ জল দিয়ে স্নান করে নিতে হবে।

কারও কারও জয়েন্টের ব্যথার সমস্যা থাকে। তাদের বৃষ্টির জলে দীর্ঘসময় ভেজা উচিত নয়। যদি বৃষ্টির জলে ভিজে বেশি সমস্যায় পড়েন, তা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।