বাড়ির উপর চিল-শকুন ওড়া শুভ না অশুভ? ব্যাখ্যা শুনলে চমকে যাবেন
credit:Getty Images
TV9 Bangla
চিল ও শকুন—এই দু'টি পাখি সাধারণত আকাশে ঘুরতে দেখা যায়। মৃতদেহের সন্ধানে ভেসে বেড়ায় তারা। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনও বাড়ির ছাদের উপর এদের ঘোরাফেরা বা ওড়াউড়ি বেশি। জ্যোতিষ শাস্ত্র মতে এ কেবল প্রকৃতির খেলা নয়।
শকুনকে বহু পুরাতন জ্যোতিষ ও পুরাণে মৃত্যু, বিপদ, বা পতনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কোনও বাড়ির ওপর বারবার শকুন ঘুরপাক খেলে মনে করা হয় তা অশুভ লক্ষণ।
পরিবারে অসুস্থতা, দুর্ভাগ্য বা মৃত্যু ঘটতে পারে। বাড়ির বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি বেড়ে গেছে। কোনও অসৎ ব্যক্তি বা অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করেছে।
চিল বা ঈগল জাতীয় পাখিদের ভারতীয় শাস্ত্রে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। অনেক সময় এগুলিকে শক্তি, দূরদৃষ্টি ও দেবতা বিষ্ণুর বাহন গরুড়ের রূপ হিসেবে ধরা হয়। তবে বাড়ির উপর ঘন ঘন চিল ঘোরা মানে হতে পারে কোনও পরিবর্তন আসছে।
সেটা শুভ বা অশুভ—তা নির্ভর করে পাখির আচরণের উপর। সাধারণ ভাবে মনে করা হয় কেউ আপনার প্রতি নজরদারি করছে বা চক্রান্ত করছে। জীবনের কোনও ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে।
যদি পাখি শুধু উড়ে চলে যায়, এবং কোনও ক্ষতি না করে, তাহলে সেটিকে বড় ধরনের অশুভ ইঙ্গিত না ভাবাই ভাল।
যদি পাখি মৃত প্রাণী নিয়ে আসে, বা ছাদে বসে দীর্ঘক্ষণ থাকে, কিংবা হঠাৎ করেই ছাদে কাক, শকুন, চিল একসঙ্গে ঘোরে তবে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।