অনলাইনের চক্করে আজকাল ক্যাশলেস ম্যানিব্যাগ নতুন কিছু নয়। কিন্তু এর সঙ্গে কী আপনার আর্থিক সুখ-সমৃদ্ধি জড়িত? এর সঙ্গে জড়িয়ে অনেক প্রচলিত বিশ্বাস!
অনেক লোকবিশ্বাসে মানিব্যাগ ফাঁকা থাকা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। বলা হয় এতে মা লক্ষ্মী দূরে সরে যান।
অনেকে বলেন, পুরোপুরি ফাঁকা না রেখে অন্তত কিছু নোট বা কয়েন রাখলে তা আর্থিক প্রবাহ বজায় রাখে, মানে টাকাপয়সা আসতে থাকে।
কিছু সংস্কৃতি এবং ফেং শুই-এর বিশ্বাস অনুযায়ী, খালি মানিব্যাগ দেওয়া দুর্ভাগ্য বয়ে আনে। তাই মানিব্যাগ কাউকে উপহার দেওয়ার সময়েও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
ভিতরে কিছু টাকা দিয়ে তারপর তা উপহার হিসাবে দিলে শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তিকে আপনি উপহার দিচ্ছেন তার জীবনে সঙ্কটের সম্ভাবনা কমে।
তবে সবটাই যে নিরাশার কথা তা নয়। কিছু আধ্যাত্মিক দৃষ্টিকোণে বলা হয়, পুরনো টাকা চলে গেলে নতুন টাকা আসার পথ খুলে যায়। তাই একে রিস্টার্ট বলা যেতেই পারে।
জ্যোতিষ আবার বলছে মানিব্যাগে আপনি চাইলে মা লক্ষ্মীর ছবি রাখতে পারে। তাহলে টাকার প্রবাহে কখনওই ঘাটতি হয় না। তুষ্ট হন দেবী।
অন্যদিকে বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখলও ফাঁকা মানিব্যাগকে অশুভ বলাই চলে। কারণ টাকার ঘাটতি হলে রোজকার জীবনে সমস্যা হয়। হঠাৎ প্রয়োজন পড়লে কোনও উপায় থাকে না।