8th July, 2025
কাছের মানুষকে চাবির রিং গিফ্ট দিয়েছেন, জানেন তা শুভ না অশুভ?
TV9 Bangla
Credit - Pinterest , Getty Images
উপহার পেলে কার না ভালো লাগে! ছোট-বড় সকলেরই গিফ্ট পেলে মন ভালো হয়। অনেকে প্রিয়জনকে কী উপহার দেবেন, তা বুঝতে পারেন না।
কেউ কেউ চেষ্টা করেন প্রিয়জনের পছন্দের জিনিস উপহার দিতে। আবার অনেকে পারফিউম, জামা, গয়না, এমনকি চাবির রিংও দেন।
অনেকে বলেন যে, কখনও প্রিয়জনকে চাবির রিং উপহার দেওয়া ভালো নয়। এটা কি সত্যি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
চাবির রিং গিফ্ট দেওয়া নিয়ে কুসংস্কার চারিদিকে ছড়িয়ে রয়েছে। বন্ধু হোক বা প্রেমিক-প্রেমিকা চাবির রিং উপহারে দেওয়া যেতে পারে। এতে কোনও সমস্যা নেই।
যদি কেউ কুসংস্কারে না বিশ্বাসী হন, তা হলে নিশ্চিন্তে কাছের মানুষকে পছন্দের চাবির রিং উপহার হিসেবে দিতে পারেন।
ভালোবাসার মানুষকে অনেকে চাবির রিং গিফ্ট দিয়ে থাকেন। কোথাও বেড়াতে গেলে সেখান থেকে স্মৃতি হিসেবে চাবির রিং দিয়ে থাকেন অনেকে।
অনেক ধরনের চাবির রিং হয়। কোনওটায় আবার নাম লেখা যায়। চাবি রাখার পাশাপাশি অনেকে ব্যাগেও ঝোলান চাবির রিং।
অনেক সংস্কৃতিতে অত্যন্ত সাদরে চাবির রিং উপহার দেওয়া হয়। বহু দিন ধরে চাবির রিং গিফ্টে দেওয়ার চল রয়েছে।
আরও পড়ুন