11h July, 2025
মন্দিরে গেলেই কপালে কেউ তিলক কেটে দেয়? জানেন এর ফল কী হতে পারে...
TV9 Bangla
Credit - Pinterest, unsplash, Getty Images
হিন্দুধর্মে শুভ কাজে তিলক লাগানোর চল রয়েছে। আজকাল রাস্তাঘাটে, মন্দিরের কাছেপিঠে অনেককে দেখা যায় তিলক করার সরঞ্জাম নিয়ে ঘোরাফেরা করতে।
অনেকে সেই সকল ব্যক্তিদের কাছ থেকে কপালে তিলক করান। এইভাবে যেখানে সেখানে, যে কোনও ব্যক্তির কাছ থেকে কি তিলক লাগানো ভালো?
বৃন্দাবনের শ্রী রাধারমণ মন্দিরের সেবাইত ইন্দ্রেশ উপাধ্যায় জানিয়েছেন যে, রাস্তাঘাটে বা মন্দিরের কাছে কোথাও তিলক করানো ঠিক নয়।
তিনি কারণ হিসেবে জানিয়েছেন, হিন্দুধর্মে তিলক করানোর অর্থ দীক্ষা নেওয়া। অনেকে আজকাল রিল বানানোর জন্য তিলক করান।
ইন্দ্রেশের কথায়, যদি তারা (তিলক যাঁরা কাটেন) কেউ কাছে আসেন, তাহলে ৫-১০ টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু তাদের কাছ থেকে তিলক করানো ঠিক নয়।
হিন্দুধর্মে উল্লেখ রয়েছে যে, গুরু প্রথম যে কোনও ব্যক্তিকে তিলক কেটে দেন। তারপর যে কেউ নিজে থেকেই তিলক কাটতে পারেন।
তিলক করার সময় কী মনে রাখবেন? স্নান না করে কখনও তিলক লাগাবেন না। সব সময় অনামিকা বা বুড়ো আঙুল দিয়ে তিলক লাগাতে হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন