28 FEB 2025
মন্দির থেকে জুতো চুরি হওয়া ভাল না খারাপ?
credit: Meta AI
TV9 Bangla
মন্দিরে নতুন চটি পড়ে গেলে তা চুরি হয়ে যায় অনেক সময়। তাই অনেকেই মন্দিরে নতুন বা ভাল চটি পরে যান না।
আইনত এই জুতো চুরি অপরাধ। যদিও আইনের একদম উল্টো কথা বলছে জ্যোতিষশাস্ত্র। এই চুরি যাওয়াকে বিশেষ বলে উল্লেখ করা হয়েছে। চুরির পিছনে গোপন সূত্র রয়েছে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে চটি বা জুতো শনিদেবের সঙ্গে সম্পর্কিত। যদি মন্দির থেকে চটি চুরি হয়ে যায় তার অর্থ ভগবান শনিদেব আপনাকে কিছু বলতে চাইছেন।
জ্যোতিষশাস্ত্র মতে, মন্দিরে গিয়ে জুতো বা চটি চুরি যাওয়ার অর্থ হল শনিদেব আপনার রাগ করেছিলেন। কিন্তু এখন আর তিনি ক্রুদ্ধ নন।
সেই অর্থে মন্দির থেকে জুতো বা চটি চুরি যাওয়াকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস জুতোর সঙ্গে জীবনের কষ্ট সেই চোরের কাছে চলে যায়।
মন্দির থেকে চটি চুরি, খারাপ সময়ের সমাপ্তি লক্ষণ। যদি মন্দিরে গিয়ে আপনার চটি চুরি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার খারাপ সময় চলছে।
জ্যোতিষ বিদরা বলছেন মন্দির থেকে পুরনো জুতো চুরি হয়ে যাওয়া ইতিবাচক পরিবর্তনের লক্ষণ। এটি বড় কোনও সমস্যার সমাপ্তির পূর্ব ইঙ্গিত হতে পারে।
যেহেতু চটি চুরি যাওয়া শনি দেবের সঙ্গে সম্পর্কিত তাই শনিবার যদি মন্দিরের বাইরে থেকে জুতো চুরি হয় তা আরও শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন