03 JUL 2025

রাতের বেলা বাড়িতে পেঁচা আসা ভাল? কোন পেঁচা আসার কী অর্থ জানেন?

credit:TV9

TV9 Bangla

স্বয়ং ধন সম্পত্তির দেবী, বিষ্ণুজায়া লক্ষ্মীর বাহন পেঁচা। তাই সাদা ধবেধবে পেঁচাকে লক্ষ্মী পেঁচা বলেও অভিবাদন করা হয়। মাঝে মাঝেই বাড়ির ছাদে বা বারান্দায় দেখা মেলে এই নিশাচরের।

রাতে বাড়ির আশেপাশে পেঁচা ঘোরাঘুরি করা বা ডাকা কোন বিশেষ বার্তা বহন করে? এই ঘটনা শুভ না অশুভ? কী বলছে জ্যোতিষশাস্ত্র জানেন?

পেঁচা হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পরিচিত। পেঁচা দেখা বা বাড়ির কাছে আসাকে ধন-সম্পদ, সৌভাগ্য ও শুভ শক্তির আগমন হিসেবে দেখা হয়।

বিশেষ করে দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় পেঁচা দেখা গেলে অনেকে মনে করেন এটি লক্ষ্মীর আগমনের সংকেত। তবে সব পেঁচা দেখা শুভ নয়, বরং পেঁচার ধরন, রঙ ও তার ডাকের ধরন অনুযায়ী রয়েছে আলাদা আলাদা ব্যাখ্যা।

সাদা পেঁচা – সাদা রঙের পেঁচা দেখা গেলে অনেকেই মনে করেন এটি অর্থ, সম্মান ও সুখের আগমন বোঝায়। রাতের বেলায় বাড়ির ছাদে বা গাছের ডালে বসে থাকলে তা শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয়।

কালো বা গাঢ় ধূসর পেঁচা সাধারণত অন্ধকার ও রাত্রির প্রতীক। একে বিপদের সংকেত হিসেবেও ধরা হয়। বিশেষ করে যদি পেঁচা বারবার ডাকতে থাকে বা একদিকে তাকিয়ে থাকে, স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী এটি দুর্ভাগ্য বা শোকের পূর্বাভাস হতে পারে।

পেঁচা সাধারণত নিশাচর। দিনের বেলায় পেঁচা দেখলে এটি অস্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হয়। বাড়ির বাস্তু বা শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত মনে করা হয়। পেঁচার উপস্থিতি অনেক সময় অদৃশ্য শক্তির ইঙ্গিত বা আত্মার উপস্থিতি হিসেবেও ব্যাখ্যা করা হয়।

পেঁচা আসা যে সবসময় খারাপ, তা নয়। এটি প্রকৃতির অংশ, এবং অনেক সময় শুভ শক্তির প্রতীকও হতে পারে। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।)