27th June, 2025

স্নান করে বেরিয়েই চুল আঁচড়াচ্ছেন? অজান্তে বড় ভুল করছেন না তো?

TV9 Bangla 

Credit - Getty Images, Canva 

চুল নিয়ে আজকাল কমবেশি সকলেই চিন্তিত। অনেকেই চুল আঁচড়ালে মুঠো মুঠো হাতে উঠে আসে। এর নেপথ্যে রয়েছে কী?

অনেকে চুল জল দিয়ে ভেজানোর পর তা না শুকিয়েই আঁচড়ে নেন। এমনটা করা কি চুলের স্বাস্থ্যের জন্য ভালো? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তা মোটেও ভালো নয়।

ভেজা চুল আঁচড়ালে চুলের ক্ষতি হতে পারে। কারণ সেই সময় চুল সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। যার ফলে চুলের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভবনা তৈরি হয়।

ভেজা চুল আঁচড়ালে কী কী ক্ষতি হয়? চুল ভেঙে যায়। ভেজা অবস্থায় চুলের কিউটিকল বা বাইরের স্তর নরম থাকে। তাই তখন আঁচড়ালে খুব সহজেই ভেঙে যায়।

ভেজা চুল আঁচড়ালে চুলের গোড়ায় চাপ পড়ে, তাই ছিঁড়ে যায়। এ ছাড়া চুলে জট বাঁধে। এবং সেই জট খুলতে গিয়ে আরও বেশি চুল ছেঁড়ে। এ ছাড়া স্প্লিট এন্ডস বা চুলের আগা ফেটে যায়।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে টাওয়েল দিয়ে আলতো করে চুলের জল মুছে নিন, জোরে ঘষবেন না। চুল আংশিক শুকিয়ে গেলে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন।

নীচের দিক থেকে উপরের দিকে আস্তে আস্তে চুল আঁচড়াতে হবে। সিরাম ব্যবহার করলে চুলে কম জট বাঁধবে। এ ছাড়া ভেজা অবস্থায় কখনোই জোরে চুল টানবেন না, বা স্টাইলিং করবেন না।

কী এড়িয়ে চলবেন? ভেজা চুলে প্লাস্টিকের পাতলা দাঁতের চিরুনি ব্যবহার করবেন না। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনোর আগে জোরে আঁচড়াবেন না। ভেজা অবস্থায় চুল বাঁধবেন না, বা টাইট খোঁপা করবেন না।