আজব দেশের অবাক নিয়ম, বিশ্বের এই জায়গায় রাতে টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ
TV9 Bangla
Credit - Canva
বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অবাক করা ঘটনা ঘটে, যা সকলকে চমকে দেয়। একটি এমন দেশ এই বিশ্বে রয়েছে, যেখানে অবাক করা একটি নিয়ম আছে।
আর সেই নিয়ম হল রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করা নিষিদ্ধ এক দেশে। সেই দেশটি হল সুইৎজারল্যান্ড। এই দেশের কথা বললেই সকলের সামনে বরফ ভেসে ওঠে।
পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হল সুইৎজারল্যান্ড। আর সেখানেই কিনা এমন আজব নিয়ম! সেখানে সত্যিই রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করা বেআইনি।
আসলে সুইৎজারল্যান্ডকে শান্তিপ্রিয় দেশ বলা হয়। আর রাতে সেখানে শান্তি বেশি বজায় থাকে। ফলে রাতের বেলা চারিদিক নিস্তব্ধ থাকার ফলে টয়লেট ফ্লাশ করলে আওয়াজ জোরাল হয়।
সুইৎজারল্যান্ডের বাসিন্দাদের মতে, সেখানে রাতে টয়লেট ফ্লাশ করলে শব্দদূষণ হয়। যদিও তা প্রযুক্তিগত ভাবে বৈধ নয়।
যদিও গভীর রাতে টয়লেট ফ্লাশের শব্দকে সুইস সরকার শব্দ দূষণ হিসেবে বিবেচনা করছে। অবশ্য এই নিয়ম চালু করেছেন সেখানে বাড়ির মালিকরা।
সুইৎজারল্যান্ডে যে বাড়ির মালিকরা বাড়ি ভাড়া দেন, তাঁরা এই নিয়মটি চালু করেছেন। সরকারের পক্ষ থেকে এই নিয়ে অবশ্য কোনও নিয়ম নেই।
সুইৎজারল্যান্ডে এই নিয়মটি (রাতে টয়লেট ফ্লাশ না করা) রাত ১০টা থেকে শুরু করে সকাল ৭টা অবধি চালু রয়েছে।