আর কয়েকদিন। তারপরই শ্রাবণ মাস। এই মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে। বিবাহিত মহিলারা তো বটেই, অবিবাহিত মহিলারাও চুড়ি পরেন।
হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রাবণ হল সবুজ, সৌন্দর্য ও ভক্তির মাস। বিবাহিত মহিলারা এই মাসে সবুজ চুড়ি পরেন কারণ তাঁরা মনে করেন সবুজ জীবনে সমৃদ্ধি সুখ ও সৌভাগ্য বয়ে আনবে
অনেকে আবার এই একমাস পুরো নিরামিষ খান। তবে বাঙালিদের একাংশ সেভাবে এই মাসে কোনওদিনই সুবজ চুড়ি পরা বা নিরামিষ আহার গ্রহণ করে থাকে না। বাস্তবে কি সত্যিই শ্রাবণে সবুজ চুড়ি মেয়েদের পরতে হয়?
শ্রাস্ত্র বলে পার্বতী শিবের সঙ্গে বিয়ের আগে এই শ্রাবণে সবুজ চুড়ি ও সবুজ পোশাক পরেছিলেন।
এরপর তিনি শিবকে পেয়েছিলেন স্বামী হিসাবে। তাই মনে করা হয় এই চুড়ি কেবল ঐতিহ্য নয়, শিব ও পার্বতীর ভক্তি ও ভালবাসার প্রতীক।
অনেক মহিলাই স্বামী হিসাবে শিবের মতো বর প্রার্থনা করেন। তাই বিশেষ করে অবিবাহিত মহিলারা এই মাসে সবুজ চুড়ি পরেন।
আর বিবাহিত মহিলারা নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য সবুজ চুড়ি পরেন। যাতে তাঁরা দীর্ঘায়ু লাভ করেন।
তবে এই সবটাই নিজের মন ও বিশ্বাসের উপর। শ্রাবণ মাস পড়লেই যে এই চুড়ি পরতে হবে তার কোনও বাধ্য-বাধ্যকতা নেই শাস্ত্রে নেই।