কমবেশি সকলের বাড়িতেই কেউ না কেউ দুধ খায়। প্যাকেটজাত দুধ বেশিরভাগ ক্ষেত্রেই ফুটিয়ে খাওয়া হয়। দুধ ফোটানোর সময় যদি উপচে পড়ে, তা হলে সেটি শুভ না অশুভ কোন লক্ষণ?
চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাস্তুশাস্ত্র মতে দুধকে চন্দ্র গ্রহের কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই দুধ ফোটানোর সময় তা যদি ছিটকে পড়ে এবং উপচে পড়ে, সেটিকে অশুভ বলে মনে করা হয়।
এমনটা বিশ্বাস করা হয় যে যদি ফুট ফোটার সময় বারবার উপচে পড়ে, তা হলে সেই ব্যক্তির চন্দ্র শুভ স্থানে নেই। ওই ব্যক্তিকে চন্দ্রের দোষে ভুগতে হয়।
সেইসঙ্গে এমনটা বিশ্বাস করা হয় যে, গ্যাস ওভেন মঙ্গল এবং দুধ চন্দ্রের প্রতিনিধিত্ব করে। এই পরিস্থিতিতে যদি দুধ ফুটে গিয়ে গ্যাস ওভেনে পড়ে যায়, তা হলে সেটি অশুভ বলে বিবেচিত হয়।
কারণ মঙ্গল ও চন্দ্র বিপরীত প্রকৃতির গ্রহ। বাস্তুশাস্ত্র অনুসারে দুধ বারবার ফোটানো হলে পারিবারিক ঝামেলা হয় এবং বাড়িতে ঝগড়ার পরিবেশ তৈরি হয়।
যাদের বাড়িতে দুধ বারবার ফোটানো হয়, সেখানে অর্থের অভাবের ইঙ্গিত দেয়। যদি কোনও বিশেষ কাজ করার আগে দুধ ফোটানো হয়, আর তা উথলে ওঠে, তা হলে বিশ্বাস করা হয় যে ওই কাজটি নষ্ট হয়ে যেতে পারে।
এমনটা প্রচলিত রয়েছে, যে বাড়িতে বারবার দুধ ফোটার সময় উপচে যায়, তাতে মা অন্নপূর্ণা রেগে যান। ফলে প্রথমেই ভালো করে একবার দুধ ফুটিয়ে নেওয়া উচিত। সারাদিন বার বার দুধ ফোটানো শুভ নয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।