06 JAN 2025
নদীতে কয়েন ছুঁড়ে ফেললেও হতে পারে জেল?
credit: Getty Images
TV9 Bangla
হাওড়া ব্রিজের উপর দিয়ে যাওয়ার অনেকেই দেখা যায় একটা টাকার কয়েন নদীতে ছুঁড়ে দিয়ে প্রণাম করেন। এই ছবি খুবই পরিচিত। কিন্তু কেন এমন করে জানেন?
নদীতে কয়েন ছুঁড়ে দেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। প্রাচীনকালে মনে করা হত তামার মুদ্রা নদীতে ফেললে তা নদীর জলকে শুদ্ধ করবে।
তামায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। তাই কয়েন ছুঁড়ে ফেলার প্রথা শুরু হয়। এটিকে শুভ বলে মনে করা হয়। যদিও আজ এই প্রথা অর্থহীন।
এখন আর সরকার তামার মুদ্রা বানায় না। যা বানায় সবই অনান্য সংকর ধাতুর মিশ্রণ। তামা তৈরি হয় না বলে আসল উদ্দেশ্যটাই এখন আর সফল হয় না।
তবু এখনও ধর্মীয় বিশ্বাসের কারণে ভগবানকে উৎসর্গ করছি ভেবে কয়েন নদীতে ছুঁড়ে দেন। কিন্তু এর জন্য আপনার কী শাস্তি হতে পারে জানেন?
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৮৬ অনুসারে কোনও নদী বা হ্রদকে দূষিত করা অপরাধ। নদীতে মুদ্রা বা অন্য কিছু ফেলা তাই নদী দূষণ করার সমান অপরাধ।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি যদি ভারতীয় মুদ্রা নষ্ট করেন তবে তা আইনত অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে।
নদীতে মুদ্রা বা আবর্জনা ফেলতে গিয়ে ধরা পড়লে তাঁকে জরিমানা করা হতে পারে। এমনকি স্থানীয় প্রশাসনিক নিয়ম অনুসারে কোথাও কোথাও কারাদণ্ডও হতে পারে।
আরও পড়ুন