13 February 2024
ঠোঁটে কি অ্যালোভেরা জেল লাগানো যায়?
credit: istock
TV9 Bangla
কালচে ঠোঁট, ফাটা ঠোঁট, ঠোঁট থেকে ছাল উঠতে থাকা খুব কমন সমস্যা। এসব সমস্যার সমাধানে বেশিরভাগ মানুষ লিপ বাম ব্যবহার করুন।
ত্বকের হাজারো সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরা জেলের উপর। কিন্তু ঠোঁটের যত্নে কি একইভাবে অ্যালোভেরা জেল কার্যকর?
অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি ত্বকের ক্ষত সারিয়ে তুলতে দ্রুত সাহায্য করে।
শুষ্ক ঠোঁট কিংবা ফাটা ঠোঁটের সমস্যাতেও কাজে আসে অ্যালোভেরা জেল। এই প্রাকৃতিক উপাদান ঠোঁটকে ময়েশ্চারাইজ করে।
অনেকে ক্ষেত্রেই ঠোঁটের উপর কার্যকর হয় না অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাখার ফলে ঠোঁটে লালচে ব্যথা, প্রদাহ হতে পারে।
অ্যালোভেরা জেল ব্যবহারের ফলে ঠোঁটে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অন্য প্রাকৃতিক উপাদান বেছে নিন ঠোঁটের যত্নে।
ফাটা ও শুষ্ক ঠোঁটের যত্নে নারকেল তেল ব্যবহার করুন। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ঠোঁট হাইড্রেট রাখবে এবং নরম করে তুলবে।
এছাড়া ঠোঁটের যত্নে মাখন কিংবা ঘি ব্যবহার করতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাখন বা ঘি মাখলে ঠোঁট নরম ও হাইড্রেট থাকে।
আরও পড়ুন