20th May, 2025
ডান হাতের তালু চুলকালে আসবে টাকা? জানুন আসল সত্যিটা
TV9 Bangla
Pic Credit- Freepik, Cabva
বাড়ির অনেক বড়রাই বলে থাকেন, ডান হাতের তালু চুলকালে সেই ব্যক্তির হাতে টাকা আসে। আর যদি কারও বাঁম হাতের তালু চুলকোয়, তা হলে তাঁর টাকা গায়েব হয়।
বিশেষজ্ঞদের মতে, হাতের তালু চুলকোনোর নেপথ্যে টাকা আসা বা খরচ হওয়ার কোনওরকম সম্পর্ক নেই। পুরো বিষয়টাই একটা কুসংস্কার।
কোনও ব্যক্তির হাতের তালু যদি বেশি চুলকোয়, তা হলে চিন্তার। কোন হাত চুলকোচ্ছে, সেটা বিষয় না। কিন্তু হাতে থাকা ব্য়াক্টেরিয়ার জেরে তালু চুলকাতে পারে।
হাতের তালুর চুলকানি এড়াতে কয়েকটি সহজ উপায় মানতে পারেন। প্রথমেই হাতের তালু ভালো করে হাত ধুতে হবে। এক্ষেত্রে হ্যান্ডওয়াশ বা সাবান ব্যবহার করা দরকার।
কিছুক্ষণ পর পর হাত ধুয়ে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এমনটা করলে হাতে আর ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারবে না। ফলে হাতের তালুও বেশি চুলকোবে না।
যখনই বাড়ির বাইরে বের হবেন, নিজের সঙ্গে স্যানিটাইজার রাখুন। প্রয়োজন পড়লেই স্যানিটাইজার ব্যবহার করুন।
আপনি যদি ল্যাপটপ, ডেস্কটপের কি-বোর্ড এবং মোবাইলের স্ক্রিন মাঝে মধ্যেই পরিষ্কার করেন, তা হলে বাজারে পাওয়া বিশেষ ক্লিনার ব্যবহার করতে পারেন।
কখনও হাত না ধুয়ে কোনও খাবার খাওয়া ঠিক হবে না। এমনটা করলে হাতের তালুর চুলকানির পাশাপাশি পেটের সমস্যাও বাড়তে পারে।
আরও পড়ুন